Advertisement
E-Paper

সন্দেশের অস্ত্রোপচার, শুভাশিসের ঘটনার ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে অধিনায়কের পাশে থাকার আশ্বাস ফেডারেশনের

সন্দেশ নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। কাফা নেশনস কাপে দেশের হয়ে খেলার সময় গালের হাড় ভেঙেছিল। প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৮
Sandesh Jhingan

অস্ত্রোপচারের পর সন্দেশ জিঙ্ঘন। ছবি: ইনস্টাগ্রাম

শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হল সন্দেশ জিঙ্ঘনকে। গোয়ার এই ফুটবলার নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। কাফা নেশনস কাপে দেশের হয়ে খেলার সময় তাঁর গালের হাড় ভেঙেছিল। প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন তিনি।

কিছু দিন আগে মোহনবগান অধিনায়ক শুভাশিস বসুর চোট নিয়ে মোহনবাগানের সঙ্গে ঝামেলা লেগেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ)। ক্লাবের হয়ে খেলার সময় চোট, না দেশের হয়ে খেলার সময়, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি এরকমও অভিযোগ উঠেছিল, শুভাশিসের কোনও খোঁজ-খবর নেয়নি ফেডারেশন। এ বার সেই ভুল থেকে শিক্ষা নিল তারা। আগেই তারা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, সন্দেশের পাশে আছে। সন্দেশও এই চোটের জন্য একমাত্র নিজেকেই দায়ি করেছেন।

অস্ত্রোপচারের পর এআইএফএফ এবং এফসি গোয়াকে ধন্যবাদ জানিয়ে সন্দেশ ইনস্টাগ্রামে লেখেন, ‘‘ঈশ্বরের কৃপায় এবং ভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফসি গোয়ার সাহায্যে অস্ত্রোপচার ভাল ভাবে হয়েছে। এখন সেরে ওঠার প্রক্রিয়া শুরু। দ্বিতীয়ত আমি স্পষ্ট করে দিতে চাই, সে দিন চোট পাওয়ার পরেও পুরো ম্যাচ খেলার সিদ্ধান্ত একেবারেই আমার ছিল। এর জন্য আমি গর্বিত নই। কাউকে চোট নিয়ে খেলার জন্য উৎসাহিতও করছি না। নিজের ইচ্ছায় খেলেছিলাম। দোষ সম্পূর্ণ আমার।”

সন্দেশের চোট নিয়ে ফেডারেশন আগেই বিবৃতি দেয়। তারা লেখে, ‘‘সন্দেশ যাতে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা এবং প্রয়োজনীয় সাহায্য পায়, তার জন্য ফেডারেশন এবং এফসি গোয়া একসঙ্গে কাজ করছে। ওর প্রতি পূর্ণ সমর্থনও রয়েছে আমাদের। জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময় গালের হাড় ভেঙেছিল সন্দেশের। এখন গোয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে রয়েছে। ওর সুস্থতার দিকে নজর রাখা হচ্ছে।’’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘দেশের হয়ে খেলার সময় যখনই কোনও ফুটবলার চোট পায়, তার পাশে থাকে এআইএফএফ। সেই ফুটবলারকে সব রকম সহায্য করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’

কাফা নেশনস কাপে ইরানের বিরুদ্ধে ম্যাচে চোয়ালে চোট পেয়েছিলেন ডিফেন্ডার সন্দেশ। শেষ পর্যন্ত দেশে ফিরে আসতে হয় ভারত অধিনায়ককে।

AIFF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy