Advertisement
২০ এপ্রিল ২০২৪
ISL 2021-22

ISl 2021-22: শেষ মুহূর্তের গোলে চেন্নাইয়ের বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের

১৪ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। তাই চেন্নাইনের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ছিল মারিয়ো রিভেরার ছেলেরা। শেষে ম্যাচ ড্র হল।

রক্ষণের ভুলে ম্যাচ ড্র অরিন্দমদের

রক্ষণের ভুলে ম্যাচ ড্র অরিন্দমদের ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩২
Share: Save:

৯১ মিনিট- গোওওওওললল। অতিরিক্ত সময়ে কর্নার থেকে হেডে গোল করলেন নামতে। ২-২ ফলে ড্র হল ম্যাচ।

৬০ মিনিট- গোওওওওললল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরল ইস্টবেঙ্গল। ফ্রিকিক থেকে গোল করলেন সিডোয়েল।

আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। বেশ কয়েক বার চেন্নাইনের গোলের কাছে পৌঁছে গেলেও কাজের কাজ হয়নি। সহজ সুযোগ ছাড়েন মার্সেলো, পেরোসেভিচরা। দু’এক বার ছাড়া বিশেষ সমস্যায় পড়তে হয়নি চেন্নাইনের গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে। শেষ পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে বিরতিতে যায় লাল-হলুদ ব্রিগেড।

১৫ মিনিট- গোওওওওললল। ফের রক্ষণের ভুলে গোল খেল ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে অরিন্দমকে পরাস্ত করেন নিনথোই।

২ মিনিট- গোওওওওওলললল। শুরুতেই পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। আত্মঘাতী গোল করলেন লাল-হলুদ ডিফেন্ডার হীরা মণ্ডল।

গোলের জন্য় মার্সেলো-পেরোসেভিচ জুটির উপরেই ভরসা রেখেছেন কোচ রিভেরা। রক্ষণে অভিজ্ঞ আদিল খানকে করা হয়েছে দলের অধিনায়ক। গোলে রয়েছেন অভিজ্ঞ অরিন্দম ভট্টাচার্য।

১৪ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। তাই চেন্নাইন এফসি-ক বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া মারিয়ো রিভেরার ছেলেরা। প্রতিপক্ষ লিগ তালিকায় অষ্টম স্থানে থাকা চেন্নাইন এফসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISL 2021-22 SC East Bengal Indian Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE