Advertisement
২০ এপ্রিল ২০২৪
Mohun Bagan

শহরে ফিরেই পরের মরসুমের প্রস্তুতি শুরু মোহনবাগানের, ঘোষণা হয়ে গেল কোচের নাম

এ বারের আইএসএল জিতে শহরে ফিরেই পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। ট্রফি জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই পরের মরসুমে দলের কোচের নাম জানিয়ে দিল তারা।

Mohun Bagan footballers celebrate after landing Kolkata

আইএসএল জিতে কলকাতায় ফিরেছে মোহনবাগান। শহরে ফিরে উল্লাস সবুজ-মেরুন ফুটবলারদের। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৬:০১
Share: Save:

আইএসএল জিতে শহরে ফিরেই পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। এ বারের আইএসএল জয়ী কোচ জুয়ান ফেরান্দোর উপরেই ভরসা রাখলেন বাগান কর্তারা। পরের মরসুমেও দলের কোচ থাকবেন তিনি। ট্রফি জিতে শহরে ফিরে ঘুরিয়ে সে কথা জানিয়ে দিলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তিনি জানিয়েছেন, জয়ী দলে কেন খামোকা বদল করতে যাবেন! বাগান সূত্রে খবর, আরও ১ বছর কোচ থাকছেন ফেরান্দো।

২০২০ সালে আইএসএলে ফেরান্দোকে কোচ করে আনে এফসি গোয়া। প্রথম মরসুমেই তাঁর অধীনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল গোয়া। পরের মরসুমে তাঁর অধীনেই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল গোয়া। কিন্তু সেই বছরই সবাইকে চমকে দিয়ে গোয়ার প্রধান কোচের পদ ছেড়ে দিয়ে মোহনবাগানের কোচ হন ফেরান্দো। মরসুমের মাঝপথে দায়িত্ব নেওয়ার পরেও নিজের জাত চিনিয়েছিলেন এই স্প্যানিশ কোচ।

এ বছর শুরু থেকেই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে নেমেছিলেন ফেরান্দো। তাঁর কোচিংয়ে প্রতিটি ডার্বিতেই ইস্টবেঙ্গলকে হারিয়েছে মোহনবাগান। কোচ হিসাবে আক্রমণাত্মক ফুটবল খেলাতে ভালবাসেন তিনি। প্রতি মুহূর্তে সাইডলাইনে দাঁড়িয়ে ফুটবলারদের নির্দেশ দিতে দেখা যায় ফেরান্দোকে। দেখে বোঝা যায়, খেলার মধ্যে কতটা মগ্ন তিনি। শেষ পর্যন্ত এ বার মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছেন ফেরান্দো।

মোহনবাগানকে ৪৭টি ম্যাচে কোচিং করিয়েছেন ফেরান্দো। জিতেছেন ২৬টি ম্যাচে। ১০টি ম্যাচে ড্র ও ১১টি ম্যাচে হেরেছেন তিনি। তাঁর জয়ের শতাংশ ৫৫.৩২। তরুণ কোচের উপরেই ভরসা রাখছে মোহনবাগান। তাঁকেই দেওয়া হয়েছে পরের মরসুমের দায়িত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE