Advertisement
২৫ এপ্রিল ২০২৪
SC East Bengal

Kolkata Derby: শনিবারের ডার্বির আগে মোহন কোচ হাবাসের ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়ে মশাল কোচ দিয়াস

প্রথম ম্যাচে ৪-২ ব্যবধানে জিতলেও এটিকে মোহনবাগান কোচ হাবাস খুশি নন। অন্যদিকে, এসসি ইস্টবেঙ্গল ১-১ ড্র করার পর কোচ দিয়াস খুশি।

কী বলছেন ইস্টবেঙ্গল কোচ

কী বলছেন ইস্টবেঙ্গল কোচ ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৩:০৬
Share: Save:

শনিবার ডার্বি ম্যাচের আগে দুই কোচের মানসিকতার তফাৎ স্পষ্ট হচ্ছে। আইএসএল-এর প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান ৪-২ ব্যবধানে জিতলেও কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস বলেছিলেন, তিনি দলের খেলায় খুশি নন। রবিবার এসসি ইস্টবেঙ্গল ১-১ ড্র করার পর কোচ ম্যানুয়েল দিয়াস বলেন, তাঁর দল এক পয়েন্ট পেলেও তিনি খুশি।

জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের পর দিয়াসের যুক্তি, ‘‘এক পয়েন্ট পেয়ে খুশি। আমরা অনেক দেরিতে মরশুম শুরু করেছি। এখন আরও উন্নতি করতে হবে। এক পয়েন্ট তো খারাপ নয়।’’ ইস্টবেঙ্গলের খেলার বিশ্লেষণ করে দিয়াস বলেন, ‘‘প্রথমার্ধে বল ছাড়া আমরা ভাল খেলেছি। কিন্তু বলের দখল নিয়ে ভাল খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা ওদের থেকে ভাল খেলেছি।’’

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ডার্বি নিয়েও দুই কোচ দুই মেরুতে। হাবাস যেখানে এখনও ডার্বি নিয়ে ভাবা শুরু করেননি, তাঁর যেখানে আসল লক্ষ্য ফুটবলারদের শারীরিক ভাবে চাঙ্গা রাখা, সেখানে দিয়াস ডার্বি নিয়ে ভাবতে শুরু করে দিচ্ছেন। বলেন, ‘‘ডার্বি কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা জানি। আমরা এ বার ডার্বি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE