Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Karim Benzema

দেশঁ মিথ্যাবাদী, তোপ বেঞ্জেমার

কাতারে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জনের আগেই সুস্থ হয়ে ওঠেন বেঞ্জেমা। দলের সঙ্গে যোগ দেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। কিন্তু দেশঁ রাজি হননি।

Karim Benzema

করিম বেঞ্জেমা। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ০৯:৩৬
Share: Save:

ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ বনাম করিম বেঞ্জেমা সংঘাত অব্যাহত। কাতার বিশ্বকাপে চোটের কারণে তাঁর না খেলা নিয়ে কোচের মন্তব্যের প্রতিক্রিয়ায় তাঁকে ‘মিথ্যেবাদী’ ও ‘ভাঁড়’ বলেছেন বেঞ্জেমা!

ফরাসি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশঁ বলেন, ‘‘১০ ডিসেম্বরের আগে করিম অনুশীলন শুরু করতে পারত না। কাতার থেকে চলে যাওয়ার দিন ওর সঙ্গে আমি প্রায় ২০ মিনিট ছিলাম। বলেছিলাম, ব্যস্ততার কিছু নেই। পরের দিন শুনি, ও শিবির ছেড়ে চলে গিয়েছে।’’

কাতারে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জনের আগেই সুস্থ হয়ে ওঠেন বেঞ্জেমা। দলের সঙ্গে যোগ দেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। কিন্তু দেশঁ রাজি হননি। ক্ষোভে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন তিনি। ফরাসি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশঁ দাবি করেন, ‘‘শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত বেঞ্জেমাই নিয়েছিল। আমাকে কোনও প্রশ্ন করবেন না।’’

ক্ষুব্ধ রিয়াল স্ট্রাইকার ইনস্টাগ্রামে সাক্ষাৎকারের স্ক্রিনশট পোস্ট করে লেখেন, ‘‘কী লজ্জা!’’। ভাঁড়ের ইমোজ়িও দেন। পরে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, ‘‘মিথ্যেবাদী। তুমি মিথ্যেবাদী...।’ বেঞ্জেমা নীচে লিখে দেন, ‘‘সাধু দিদিয়ে...শুভরাত্রি।’’

এ দিকে, শনিবার লা লিগায় ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে এস্পানিয়োলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karim Benzema Didier Deschamps
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE