E-Paper

বেঙ্গালুরুকে হারিয়ে যাত্রা শুরু কেরলের

৫২ মিনিটে কর্নার বিপন্মুক্ত করতে গিয়ে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন কেজ়িয়া ভিনদরপ। গোল শোধ করতে বেঙ্গালুরু মরিয়া হয়ে উঠলেও সুনীলের অভাব বারবার বোঝা যাচ্ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৩৫
An image of ISL 2023-2024

আইএসএলের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে ছিল কোচিতে। ছবি: সংগৃহীত।

আইএসএলের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারাল কেরল ব্লাস্টার্স। সেই সঙ্গে গত মরসুমে নক-আউট পর্বে হারের ‘মধুর’ প্রতিশোধও তারা নিল!

দক্ষিণী ডার্বিতে গত মরসুমে বেঙ্গালুরু বনাম কেরল ম্যাচকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পরিস্থিতি। সুনীল ছেত্রী বিতর্কিত ফ্রি-কিক থেকে গোল করার পরে ক্ষোভে দল তুলে নিয়েছিলেন কেরলের কোচ ইভান ভুকোমানোভিচ। তাঁর জরিমানা এবং চার ম্যাচ নির্বাসনও হয়। বৃহস্পতিবার কোচকে ছাড়াই ঘরের মাঠে জিতল কেরল।

আইএসএলের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে ছিল কোচিতে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। ৫২ মিনিটে কর্নার বিপন্মুক্ত করতে গিয়ে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন কেজ়িয়া ভিনদরপ। গোল শোধ করতে বেঙ্গালুরু মরিয়া হয়ে উঠলেও সুনীলের অভাব বারবার বোঝা যাচ্ছিল। ৬৯ মিনিটে কেরলকে ২-০ এগিয়ে দেন আদ্রিয়ান লুনা। বেঙ্গালুরুর স্লাভকো দামইয়ানোভিচের ব্যাকপাস ঠিক মতো ধরতে পারেননি গোলরক্ষক গুরপ্রীত সিংহ সাঁধু। সুযোগসন্ধানী লুনা গোল করে দেন। ৯০ মিনিটে কার্টিস মেন ব্যবধান কমালেও দলের হার বাঁচাতে পারেননি। আজ, শুক্রবার হায়দরাবাদ খেলবে গোয়ার বিরুদ্ধে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

ISL 2023-24 Kerala Blasters FC Bengaluru FC football

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy