টানা তিনটি ডার্বি জিতল এটিকে মোহনবাগান। এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েও খুশি হতে পারছেন না জনি কাউকো। ডার্বি জিতেও ফিনল্যান্ডের এই মিডফিল্ডারের মনে আক্ষেপ রয়ে গেল। দর্শকদের সামনে জিততে পারলে আরও ভাল লাগত বলে জানিয়ে দিলেন কাউকো।
শনিবার ডার্বির সেরা হন কাউকো। ম্যাচ শেষে তিনি বলেন, “এই ম্যাচ ঘিরে দর্শকদের কতটা আবেগ জড়িয়ে থাকে জানি। ভাল লাগত যদি মাঠে আসতে পারতেন তাঁরা।” ফুটবলপ্রেমী দর্শকদের অভিযোগ, ক্রিকেট মাঠে যদি দর্শক ঢুকতে পারে, তা হলে ফুটবল কী দোষ করল। কিন্তু আইএসএল এ বারেও গোয়াতেই হচ্ছে এবং সেখানে দর্শক ঢোকার অনুমতি নেই।
প্রথম বার কলকাতা ডার্বি খেলতে নেমেছিলেন কাউকো। তিনি বলেন, “দুর্দান্ত! আমি জানি ডার্বি কেমন হয়। আগেও অন্য শহরে অনেক ডার্বি খেলেছি। সমর্থকদের কাছেও এই ম্যাচ নিয়ে উত্তেজনা থাকে। যে ভাবে জিতেছি তাতে আমি খুশি। আশা করব সমর্থকরা উপভোগ করেছেন।”