অবশেষে প্রত্যাশাপূরণ! রিয়াল মাদ্রিদের জার্সিতে লা-লিগায় জোড়া গোল করলেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। তাঁর দলও রবিবার ২-০ ফলে জয় পেল রিয়াল বেতিসের বিরুদ্ধে। খুশি ম্যানেজার কার্লো আনচেলোত্তি-ও।
সুপার কাপ ফাইনালে গোল করার পরে লা লিগায় টানা তিন ম্যাচে তাঁর গোলের খরা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন রিয়াল সমর্থকরা। জোড়া গোলে সেই সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন এমবাপে।
৬৭ মিনিটে ডান দিক থেকে ভিনিসিয়াস জুনিয়র পাস বাড়ান ফেদেরিকো ভালভার্দেকে। তাঁর ব্যাকহিল ধরে গোল করেন এমবাপে। ন’মিনিট পরে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)