Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Lionel Messi

জোড়া ম্যাচের জন্য ৩৫ জনের দল আর্জেন্টিনার, দলে ভবিষ্যতের মেসি, লিয়ো কি রয়েছেন?

রোজারিয়োয় আন্তোনেল্লার দোকানে হামলার ঘটনার পর প্রদর্শনী ম্যাচ খেলতে মেসির দেশে আসা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাঁকে কি ৩৫ জনের দলে রেখেছে আর্জেন্টিনা?

picture of Lionel Messi

দেশের হয়ে কি দু’টি প্রদর্শনী ম্যাচ খেলবেন মেসি? ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ১৪:০৩
Share: Save:

বিশ্বকাপের পর আবার মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে আগামী ২৩ মার্চ পানামার বিরুদ্ধে মাঠে নামবেন লিয়োনেল মেসিরা। তার পাঁচ দিন পর ২৮ মার্চ আর্জেন্টিনার খেলা কুরাকাওয়ের বিরুদ্ধে। এই দুই ম্যাচের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করল আর্জেন্টিনা। দলে রয়েছেন মেসিও।

রোজারিয়োয় মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর দোকানে দুষ্কৃতী হামলা হয়েছে গত বৃহস্পতিবার। তাই দেশে ফিরে মেসির এই দু’টি ম্যাচ খেলার ব্যাপারে জল্পনা তৈরি হয়েছিল। আর্জেন্টিনার ফুটবল সংস্থা মেসিকে দলে রাখায় তার অবসান হল। তিনিই সম্ভবত দলকে নেতৃত্ব দেবেন এই দু’টি প্রদর্শনী ম্যাচে। বিশ্বকাপজয়ী দলের সকলেই রয়েছেন দলে। ডাক পেয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার আলেজান্দ্রো গার্নাচো। ১৮ বছরের স্ট্রাইকারকে আর্জেন্টিনার ভবিষ্যতের মেসি বলা হচ্ছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে এখনও পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ১৩টি ম্যাচ খেলেছেন গার্নাচো। গোল করেছেন দু’টি। আরও দু’টি গোলের ক্ষেত্রে সাহায্য করেছেন। কোচ লিয়োনেল স্কালোনিই।

আর্জেন্টিনার ঘোষিত দল: ফ্রাঙ্কো আর্মানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেজ, জুয়ান ফয়েথ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, নেহুয়েন পেরেজ, জারমান পেজেল্লা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্ড্রো মার্তিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস আকুনা, লাউতারো ব্লাঙ্কো, লিয়েন্ড্রো পারেডেস, জুডিয়ো রদ্রিগেজ, এনজো ফার্নান্ডেজ, ম্যাক্সিমো পেরোন, এক্সেকিল পালাসিয়স, রদ্রিগো দি পল, ফাকুন্দো বুয়োনানোত্তে, থিয়াগো আলমাডা, জিয়োভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঙ্খেল ডি মারিয়া, অ্যাঙ্খেল কোরিয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন কার্বোনি, লিয়োনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেস, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, আলেজান্দ্রো গোমেজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Argentina FIFA Friendly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE