রোনাল্ডোকে টপকে গেলেন মেসি। ফাইল ছবি
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ঝলক দেখালেন লিয়োনেল মেসি। বুধবার রাতে মাক্কাবি হাইফার বিরুদ্ধে গোল করলেন প্যারিস সঁ জঁ-র এই ফুটবলার। সেই সঙ্গে গড়ে ফেললেন দু’টি নতুন রেকর্ড। তার মধ্যে একটিতে তিনি পেরিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
বুধবার রাতে পিএসজি-র বিরুদ্ধে এগিয়ে যায় মাক্কাবিই। মেসির গোলে সমতা ফেরে। এর পর কিলিয়ান এমবাপে এবং নেমার গোল করেন। বহু দিন বাদে দলের তিন তারকা ফুটবলার গোল পেলেন একই ম্যাচে। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৩৯টি প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করলেন মেসি। পেরিয়ে গেলেন রোনাল্ডোকে, যিনি ৩৮টি প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন।
পাশাপাশি, প্রথম ফুটবলার হিসাবে টানা ১৮টি চ্যাম্পিয়ন্স লিগে গোল করার কৃতিত্ব অর্জন করলেন মেসি। এ ক্ষেত্রে তাঁর পিছনে রয়েছেন করিম বেঞ্জেমা। তিনি এ বারের চ্যাম্পিয়ন্স লিগে গোল করতে পারলে মেসির রেকর্ড স্পর্শ করবেন।
প্রসঙ্গত, এ বার রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন না। তাঁর দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে ইউরোপা লিগে। ফলে এ বারের মতো মেসিকে টপকে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy