E-Paper

গুয়ার্দিওলার ১০০০তম ম্যাচে ম্যান সিটি ঝড়ে বিধ্বস্ত লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ১-০ হারিয়ে রবিবার ম্যান সিটির ঘরের মাঠে খেলতে নেমেছিলেন মহম্মদ সালাহ-রা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ০৮:৩৮
উচ্ছ্বাস: লিভারপুলের বিরুদ্ধে গোল করে উৎসব হালান্ডের। 

উচ্ছ্বাস: লিভারপুলের বিরুদ্ধে গোল করে উৎসব হালান্ডের।  রয়টার্স।

ম্যানেজার হিসেবে পেপ গুয়ার্দিওলাকে তাঁর ১০০০তম ম্যাচে লিভারপুলকে ৩-০ চূর্ণ করে সেরা পুরস্কার দিলেন ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলারেরা! নেপথ্যে আর্লিং হালান্ড, নিকো গঞ্জালেস এবং জেরেমি ডকু।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ১-০ হারিয়ে রবিবার ম্যান সিটির ঘরের মাঠে খেলতে নেমেছিলেন মহম্মদ সালাহ-রা। কিন্তু ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে শুরু করে গুয়ার্দিওলার দল। ১২ মিনিটে লিভারপুল রক্ষণের ভুলে পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন ডকু। গোল করার আগে গোলরক্ষক জিয়র্জি মামারদাসভিলির পায়ের স্পর্শে পড়ে যান তিনি। ভিডিয়ো প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি নির্দেশ দেন রেফারি। কিন্তু হালান্ডের শট আটকে দেন লিভারপুলের শেষ প্রহরী। ২৯ মিনিটে মাতেউস নুনেসের ক্রসে মাথা ছুঁয়ে গোল করেই পেনাল্টি নষ্টের আক্ষেপ ভুললেন ম্যান সিটি তারকা। চলতি মরসুমে ১৪তম গোল করলেন হালান্ড।

৩৮ মিনিটে দুরন্ত হেডে গোল করে সমতা ফিরিয়েছিলেন ভার্জিল ফান ডাইক। কিন্তু লিভারপুল তারকার গোল অফসাইডের কারণে বাতিল হয়। কারণ, ম্যান সিটি-র গোলরক্ষক জানলুইজি দোনারুম্মার সামনে ছিলেন অ্যান্ডি রবার্টসন। যদিও এই গোল বাতিল নিয়ে বিতর্কও রয়েছে। প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+৩ মিনিট) ব্যবধান বাড়ান নিকো। ৬৩ মিনিটে ৩-০ করেন নিকো। লিভারপুলের বিরুদ্ধে ম্যান সিটির দুরন্ত জয়ের ফলে চাপ বাড়ল আর্সেনালের। ১১ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট অর্জন করে ইপিএল টেবলের শীর্ষ স্থানেই রয়েছে মিকেল আর্তেতার দল। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির অর্জিত পয়েন্ট ২২। অর্থাৎ, ব্যবধান
মাত্র চার পয়েন্টের।

দুরন্ত ছন্দে রয়েছে চেলসিও। শনিবার রাতে উলভ‌্‌সকে ৩-০ হারায় লন্ডনের ক্লাব। নিজে গোল না করলেও দুটি গোল করিয়ে জয়ের নায়ক আলেসান্দ্রো গারনাচো। ঘরের মাঠে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ছয় মিনিটের মধ্যে তাঁর অসাধারণ ক্রসে মাথা ছুঁইয়ে ১-০ করেন মালো গুস্তো। ৬৩ মিনিটে ব্যবধান বাড়ান পেদ্রো। ইংলিশ প্রিমিয়ার লিগে ১০০তম ম্যাচ তিনি স্মরণীয় করে রাখলেন গোল করেই। ৭৩ মিনিটে পেদ্রো নেতো ৩-০ করেন গারনাচোর পাস থেকেই। ১১ ম্যাচ থেকে ২০ পয়েন্ট অর্জন করে ইপিএল
টেবলের তৃতীয় স্থানে রয়েছে চেলসি।


ইপিএল

ম্যান সিটি ৩-০ লিভারপুল

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Manchester City Liverpool Erling Haaland Mohamed Salah

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy