প্রিমিয়ার লিগে জয়যাত্রা অব্যাহত টটেনহ্যাম হটস্পারের। শনিবার ম্যাঞ্চেস্টার সিটিকে তাদেরই ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে ২-০ হারিয়ে দিল তারা। ব্রেনান জনসন এবং জোয়াও পালহিনহা গোল করেন। উয়েফা সুপার কাপের ফাইনালে হারলেও নতুন কোচ টমাস ফ্রাঙ্কের অধীনে ইপিএলে শুরুটা ভালই হল তাদের।
গত বছর নভেম্বরে এই একই মাঠে ৪-০ জিতেছিল টটেনহ্যাম। এ দিনও দাপট দেখিয়েছে তারা। এ বারও রক্ষণের ভুলে হেরেছে সিটি। গোলকিপার জেমস ট্রাফোর্ডের ভুলও ভুগিয়েছে তাদের।
প্রথমার্ধের মাঝামাঝি প্রথম ভুলটা করে সিটি। পেপে মাতার সারের পাস ধরে এগিয়ে যান রিচার্লিসন। তাঁর নিচু ক্রস পেয়ে যান জনসন। গোলের সামনে থেকে জোরালো শটে বল জালে জড়ান। প্রথমে অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়েছিল। পরে রিভিউয়ে সেটা গোল দেওয়া হয়।
প্রথমার্ধের সংযুক্তি সময়ে ট্রাফোর্ডের ভুলে আবার গোল খায় সিটি। বিপক্ষের চাপের মুখে নিজের বক্সে সতীর্থকে পাস দিতে গিয়েছিলেন তিনি। সেই বল পৌঁছয় পালহিনহার কাছে। তিনি গোল করে টটেনহ্যামের ব্যবধান বাড়িয়ে দেন।
আরও পড়ুন:
ম্যাচ হেরেও সিটির কোচ পেপ গুয়ার্দিওলা মনে করেন তাঁরা ভাল খেলেছেন। তবে ভুল থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ করেছেন দলকে। গুয়ার্দিওলা বলেছেন, “আমার মতে, ফলাফলের তুলনায় আমরা ভাল খেলেছি। শুরুটা ভালই হয়েছিল। একটা গোল খেয়েছি যেটা যে কোনও দল খেতে পারত। তবে সহজ কাজগুলোও ভুল করেছি। যদিও মরসুমের শুরু। আশা করি এই ভুল থেকে শিক্ষা নিতে পারব।”