ডার্বিতে ফের জয় ম্যাঞ্চেস্টার সিটির। ঘরের মাঠে রুবেন আমোরিমের দলকে ৩-০ উড়িয়ে দিল পেপ গুয়ার্দিওলার দল।
প্রথমার্ধে ফিল ফডেনের গোলে এগিয়ে যায় সিটি। দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে শুরু করেন আর্লিং হালান্ড। পরপর দু’টি গোল করেন তিনি। দু’টি সুযোগই আসে ইউনাইটেড ডিফেন্ডারদের গাফিলতিতে।
ম্যান ইউনাইটেড ম্যানেজার রুবেন আমোরিমের পরিকল্পনা কী কেউ বুঝতে পারছেন না। কোবি মাইনুকে বসিয়ে ম্যানুয়েল উগার্তেকে খেলাচ্ছেন তিনি। ব্রুনো ফের্নান্দেসকে এমন একটি জায়গায় খেলাচ্ছেন যেখানে তিনি অসুবিধায় পড়ছেন। আমোরিম কী চাইছেন পরিষ্কার নয়।
এ দিকে বার্নলিকে ১-০ হারাল লিভারপুল। মহম্মদ সালাহের শেষ মুহূর্তের গোলে বার্নলির ঘরের মাঠে তাদের হারায় ‘দ্য রেডস’।
রক্ষণ ভাগ পোক্ত করেই লিভারপুলের বিরুদ্ধে নেমেছিল বার্নলি। কিন্তু ৮৪ মিনিটে লেসলি উগোচুকউ লাল কার্ড দেখায় মনোবল ভেঙে যায় বার্নলির ফুটবলারদের। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে লিভারপুলকে এগিয়ে দেন মহম্মদ সালাহ। সেটাই জয়সূচক গোল। ইপিএলে লিভারপুলকে আটকানো যাচ্ছে না।
অন্য দিকে চেলসির জার্সিতে এ দিন প্রথম বার মাঠে নামলেন আলেহান্দ্রো গারনাচো। কিন্তু চেলসি এই ম্যাচ জিততে পারল না। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ২-২ ড্র করে তারা। চেলসি ভক্তেরা ভেবেছিলেন গারনাচোর অভিষেক ম্যাচে জিতবে তাঁদের দল। কিন্তু স্বপ্নভঙ্গ হয়। অতিরিক্ত সময়ের তিন মিনিটে গোল করে চেলসিকে আটকে দেন ফাবিয়ো কারভালহো।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)