প্রত্যাশা মতোই নাপোলির বিরুদ্ধে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার সিটি। বৃহস্পতিবার রাতে আর্লিং হালান্ডরা জিতেছেন ২-০ গোলে। অন্য ম্যাচে মার্কাস র্যাশফোর্ডের জোড়া গোলে বার্সেলোনাও ২-১ জয় পেয়েছে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে।
এতিহাদ স্টেডিয়ামে সকলে তাকিয়ে ছিলেন কেভিন দ্য ব্রুইনের দিকে। দীর্ঘ নয় বছর পেপ গুয়ার্দিওলার অধীনে ম্যান সিটিতে খেলার পরে তিনি যোগ দিয়েছেন নাপোলিতে। চেনা মাঠে সেরকম কিছুই তিনি করতে পারেননি। বরং নাপোলিকে বিপদে ফেলে দেন জিওভান দি লরেঞ্জো। ২১ মিনিটে হালান্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন লরেঞ্জো। ফলে ১০ জনের নাপোলির বিরুদ্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ম্যান সিটি। ৫৬ মিনিটে ফিল ফোডেনের ছোট চিপে মাথা ছুঁইয়ে ১-০ করেন হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর ৫০তম গোল। নয় মিনিট পরেই ব্যবধান বাড়ান জেরেমি ডোকু।
নিউক্যাসলের ঘরের মাঠে দাপট দেখাল বার্সেলোনাও। ৫৮ মিনিটে জুলস কুন্ডের ক্রস থেকে হেড দিয়ে বার্সাকে এগিয়ে দেন মার্কাস র্যাশফোর্ড। নয় মিনিট পরে ডান পায়ের শটে ফের গোল করেন র্যাশফোর্ড। ৯০ মিনিটে অ্যান্টনি গর্ডন ব্যবধান কমালেও বার্সার জয় আটকাতে পারেননি।
এ দিকে বুধবার আটলান্টাকে ৪-০ চূর্ণ করেই চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করল গত বারের চ্যাম্পিয়ন প্যারিস সঁ জরমঁ। লিভারপুল ৩-২ হারাল আতলেতিকো দে মাদ্রিদকে। গত বারের রানার্স ইন্টার মিলান ২-০ হারাল আয়াখ্স আমস্টারডামকে। ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন চেলসি ১-৩ হেরে গেল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)