Advertisement
২৬ এপ্রিল ২০২৪
referee

Bundesliga: দর্শকাসন থেকে ছোড়া বিয়ারের গ্লাসে আহত সহকারী রেফারি, বন্ধ বুন্দেশলিগার ম্যাচ

ঘটনাটি ঘটে বুন্দেশলিগার একটি ম্যাচে। বোচামের বিরুদ্ধে খেলছিল বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখ। দ্বিতীয়ার্ধে করা জোড়া গোলে এগিয়ে ছিল বরুসিয়া। ঘরের মাঠে দল পিছিয়ে থাকায় গ্যালারিতে উত্তেজনা বাড়ছিল। ৭১ মিনিটের মাথায় এক দিকের গ্যালারি থেকে উড়ে আসা বিয়ারের গ্লাস গিয়ে লাগে সহকারী রেফারির মাথায়।

আহত সহকারী রেফারিকে সরিয়ে নিয়ে যাচ্ছেন প্রধান রেফারি

আহত সহকারী রেফারিকে সরিয়ে নিয়ে যাচ্ছেন প্রধান রেফারি ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৮:৩৮
Share: Save:

খেলা চলাকালীন দর্শকাসন থেকে ছোড়া বিয়ারের গ্লাসে আহত সহকারী রেফারি। পরিস্থিতি দেখে খেলা বন্ধ করে দেন রেফারি। এই ঘটনার সমালোচনা করেছে প্রতিপক্ষ দুই ক্লাব।

ঘটনাটি ঘটে বুন্দেশলিগার একটি ম্যাচে। বোচামের বিরুদ্ধে খেলছিল বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখ। দ্বিতীয়ার্ধে করা জোড়া গোলে এগিয়ে ছিল বরুসিয়া। ঘরের মাঠে দল পিছিয়ে থাকায় গ্যালারিতে উত্তেজনা বাড়ছিল। ৭১ মিনিটের মাথায় এক দিকের গ্যালারি থেকে উড়ে আসা বিয়ারের গ্লাস গিয়ে লাগে সহকারী রেফারির মাথায়।

বিয়ারের গ্লাসের আঘাতে মাথায় হাত গিয়ে বসে পড়েন ওই রেফারি ক্রিশ্চিয়ান গিটেলমান। তাঁর দিকে ছুটে যান প্রধান রেফারি। আহত রেফারির চিকিৎসার ব্যবস্থা হয়। আয়োজকদের সঙ্গে বেশ কিছু ক্ষণ আলোচনা করেন প্রধান রেফারি। কিন্তু দর্শকদের মধ্যে উত্তেজনা না কমায় খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন রেফারি।

এই ঘটনার পরে দেখা যায় দর্শকদের শান্ত করার চেষ্টা করছেন বোচামের ফুটবলাররা। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ফুটবলারদের সঙ্গে বচসায় জড়ান দর্শকরা। খেলার মাঠে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষমা চেয়ে নিয়েছেন বোচাম কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, আহত রেফারি ক্রিশ্চিয়ান গিটেলমানের কাছে ক্ষমা চাইছে ক্লাব। কিছু দর্শকের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে যা মোটেও কাম্য নয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না হয় সে দিকে লক্ষ্য রাখবেন বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। ঘটনার নিন্দা করেছে বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

referee injured Bundesliga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE