E-Paper

পিছিয়ে পড়েও ড্র মহমেডানের

এ দিন শুধু দ্বিতীয়ার্ধের খেলাটুকু হয়। আগে ম‌্যাচের ফলাফল ছিল ২-১। শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে মহমেডান। ৬৮ মিনিটে মহীতোষের লম্বা বাড়ানো বল পান লালথানকিমা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৪ ০৮:৩৫
প্রতিরোধ: শুভঙ্করের সঙ্গে লড়াইয়ে জয় (৬৫)।

প্রতিরোধ: শুভঙ্করের সঙ্গে লড়াইয়ে জয় (৬৫)।  ছবি:আইএফএ।

গত বৃহস্পতিবার প্রথমার্ধের পরে বৃষ্টির দরুণ ভেস্তে গিয়েছিল দ্বিতীয়ার্ধের খেলা। এক সপ্তাহ পরে আরও এক বৃহস্পতিবারে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে মহমেডান স্পোর্টিং ক্লাব পিছিয়ে থেকেও ২-২ ড্র করল সুরুচি সংঘের বিরুদ্ধে।

এ দিন শুধু দ্বিতীয়ার্ধের খেলাটুকু হয়। আগে ম‌্যাচের ফলাফল ছিল ২-১। শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে মহমেডান। ৬৮ মিনিটে মহীতোষের লম্বা বাড়ানো বল পান লালথানকিমা। দু’জন ডিফেন্ডারকে সঙ্গে নিয়ে ডি-বক্সের কিছুটা আগে থেকে বল চিপ করে গোলে পাঠিয়ে দেন। ৭৯ মিনিটে বামিয়া সামাদের সেন্টার থেকে লালথানকিমার ব‌্যাক হেড বিপন্মুক্ত করেন গোলরক্ষক লাল্টু মণ্ডল।

লিগের অন‌্য ম‌্যাচে ডায়মন্ড হারবার ২-১ হারিয়েছে পাঠচক্রকে। এরিয়ান ০-১ হেরেছে সাদার্ন সমিতির বিরুদ্ধে। খিদিরপুর ৪-২ হারিয়েছে উয়াড়ীকে। কালীঘাট মিলন সংঘ এবং মেসারার্সের মধ‌্যে গোলশূন‌্য ড্র হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Calcutta Football League Mohammedan SC Suruchi Sangha football

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy