অনূর্ধ্ব-১৫ লিগে একই দিনে জিতল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। মোহনবাগান জিতেছে বড় ব্যবধানে। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ১০-১ গোলে হারিয়েছে তারা। ইস্টবেঙ্গল ৩-০ গোলে হারিয়েছে অ্যাডামাস স্পোর্টস ইউনাইটেডকে।
মহমেডানকে বড় ব্যবধানে হারানোর পর আবারও মোহনবাগানকে বিধ্বংসী ছন্দে দেখা গিয়েছে। সোমবার ম্যাচের শুরু থেকেই গোলের বন্যা বইয়ে দিয়েছে তারা। একাই পাঁচ গোল করেছে রাজদীপ পাল। ১২টি গোল করে এখন প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা সে-ই। জোড়া গোল করেছে রোহিত বর্মন। মোহনবাগানের হয়ে বাকি গোলগুলি করেছে ঐশিক রায়চৌধুরি, সূরজ হালদার এবং দীপ্র সরকার। ইস্টবেঙ্গলের হয়ে একাই তিনটি গোল করেছে শিশির সরকার।
আরও পড়ুন:
এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে সবক’টিতেই জিতেছে মোহনবাগান। ১২ পয়েন্ট নিয়ে তারাই পয়েন্ট তালিকায় শীর্ষে। চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। ইস্টবেঙ্গল রয়েছে তৃতীয় স্থানে। তাদেরও চার ম্যাচে নয় পয়েন্ট। গোলপার্থক্যে তারা এক ধাপ পিছনে রয়েছে। চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে মহমেডান রয়েছে পঞ্চম স্থানে।