বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ দু’টি ম্যাচের জন্য, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। ফিরলেন লুকাস পাকেত্তা। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। তবে যোগ্যতা অর্জন পর্বে এখনও বাকি রয়েছে দু’টি ম্যাচ। আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে চিলির বিরুদ্ধে। ১০ সেপ্টেম্বর প্রতিপক্ষ বলিভিয়া। শেষ দু’টি ম্যাচের জন্য ২৫ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, ‘‘গত সপ্তাহে নেমার চোটের কবলে পড়ে। নেমারকে ফিট হতে হবে। তা হলেই ও দলকে সাহায্য করতে পারবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)