ডুরান্ড কাপ ট্রফি। —ফাইল চিত্র
মণিপুরে হিংসার জেরে এ বার ডুরান্ড কাপের কোনও ম্যাচ হবে না। গত বছর যে তিন রাজ্যে ডুরান্ড কাপ হয়েছিল তার মধ্যে ছিল উত্তর-পূর্বের এই রাজ্যও। কিন্তু গত কয়েক মাস ধরে মণিপুরে যা পরিস্থিতি তাতে এই ফুটবল প্রতিযোগিতা সেখানে হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতীয় সেনা। বদলে অসম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে হবে এ বারের প্রতিযোগিতা।
ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিটা বলেন, ‘‘গত বছর মণিপুরে সাফল্যের সঙ্গে ডুরান্ড কাপের ম্যাচ আয়োজন করেছিলাম। কিন্তু এ বার সেখানকার যা পরিস্থিতি তাতে কোনও ম্যাচ আয়োজন করা যাচ্ছে না। তবে আমরা নিশ্চিত পরের বছর আবার মণিপুরে ডুরান্ডের ম্যাচ আয়োজন করতে পারব।’’
গত বছর মণিপুরের ইম্ফলে ডুরান্ড কাপের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রতিযোগিতার ১০টি ম্যাচ হয়েছিল সেখানে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মণিপুরেরই দু’টি দল নেরোকা এফসি ও ট্রাউ এফসি। সেই প্রতিযোগিতা দেখার জন্য রাজ্যের সব সরকারি অফিস ও স্কুলে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল মণিপুর সরকার। এ বারও ইম্ফলে উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।
চলতি বছর ৩ অগস্ট ডুরান্ড কাপের উদ্বোধন হবে অসমের গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড ও শিলং লাজং। প্রতিযোগিতার ন’টি ম্যাচ হবে গুয়াহাটিতে। তার মধ্যে একটি কোয়ার্টার ফাইনাল। ছ’টি গ্রুপে চারটি করে মোট ২৪টি দল খেলবে। গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। এ, বি ও সি গ্রুপের বেশির ভাগ ম্যাচ হবে কলকাতায়। ৩ সেপ্টেম্বর ফাইনালও হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। গুয়াহাটি ও কলকাতা ছাড়া অসমের কোকড়াঝাড় ও মেঘলয়ের শিলংয়ে হবে প্রতিযোগিতার বাকি ম্যাচ।
এ বারের ডুরান্ড কাপে আইএসএলের ১২টি দল খেলছে। এ ছাড়া আইলিগের পাঁচটি দল খেলবে। ভারতীয় সেনার রয়েছে তিনটি দল। বাংলাদেশ, ভুটান ও নেপালের একটি করে দল এবং অসমের স্থানীয় একটি দল খেলবে প্রতিযোগিতায়।
ডুরান্ডের দলবিন্যাস—
গ্রুপ এ: মোহনবাগান সুপার জায়ান্টস, ইস্টবেঙ্গল, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি, বাংলাদেশ আর্মি ফুটবল দল
গ্রুপ বি: মহমেডান স্পোর্টিং ক্লাব, মুম্বই সিটি এফসি, জামশেদপুর এফসি, ইন্ডিয়ান নেভি
গ্রুপ সি: বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, গোকুলম কেরালা, ইন্ডিয়ান এয়ারফোর্স
গ্রুপ ডি: ভুটান সার্ভিস, শিলং লাজং এফসি, এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেড এফসি
গ্রুপ ই: হায়দরাবাদ এফসি, চেন্নাইয়িন এফসি, দিল্লি এফসি, ত্রিভুবন এফসি (নেপাল)
গ্রুপ এফ: বোড়োল্যান্ড এফসি, ওড়িশা এফসি, রাজস্থান ইউনাইটেড এফসি, ইন্ডিয়ান আর্মি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy