প্রতীক্ষার অবসান হচ্ছে মঙ্গলবার রাতেই। কলকাতায় আসছেন লিয়োনেল মেসি। রাত দেড়টায় সময় তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। আয়োজকেরা জানিয়েছেন, মেসির সঙ্গে শনিবার সকালে ছবি তোলা এবং হাত মেলানোর সুযোগ পাবেন সাধারণ মানুষ। তবে মোটা অর্থের বিনিময়ে।
আয়োজকেরা মেসিকে দেখার জন্য একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ প্যাকেজের ঘোষণা করেছেন। ১০ লক্ষ টাকা খরচ করলে এই প্যাকেজ কিনতে পারবেন সাধারণ মানুষ। এই টাকায় কেনা হয়ে যাবে চার চাকার গাড়ি। বাইপাসের ধারে, যুবভারতীর পাশে একটি হোটেলে গিয়ে মেসির সঙ্গে হাত মেলাতে পারবেন সমর্থকেরা। পাশাপাশি, মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলা যাবে।
এতেই শেষ নয়, একটি প্রিমিয়ার লাউঞ্জে গিয়ে বিভিন্ন ধরনের খাবার এবং অ্যালকোহল-হীন পানীয় পাওয়া যাবে। পাশাপাশি, সফরের দিল্লি-পর্বের জন্য হসপিটালিটি বিভাগের টিকিট পাওয়া যাবে। আয়োজকদের দাবি, জীবনে এক বারই এই সুযোগ পাওয়া যাবে।
কেরিয়ারের ৪৮তম ট্রফি জিতে কলকাতায় পা রাখছেন মেসি। সম্প্রতি ইন্টার মায়ামিকে প্রথম বার এমএলএস জিতিয়েছেন। তিন দিন তিনি ভারতে থাকবেন। চারটি শহরে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। মেসির সঙ্গেই আসার কথা রয়েছে লুই সুয়ারেজ় এবং রদ্রিগো দি পলের। কলকাতা থেকে মেসি যাবেন হায়দরাবাদে, সেখান থেকে মুম্বই হয়ে দিল্লি যাবেন তিনি।
আরও পড়ুন:
শনিবার মেসি ছাড়াও যুবভারতীর অনুষ্ঠানে থাকবেন বহু বিশিষ্ট মানুষ। মুখ্যমন্ত্রী, শাহরুখ, সৌরভেরাও থাকবেন যুবভারতীতে। তাই নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। মূল দায়িত্ব বিধাননগর পুলিশ কমিশনারেটের হলেও কলকাতা এবং রাজ্য পুলিশ সব রকম ভাবে সাহায্য করবে। বিভিন্ন পুলিশ জেলা কমিশনারেট থেকে ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবলদের নিয়ে আসা হবে। থাকবে র্যাফ। সব মিলিয়ে প্রায় ২০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। গাড়ি রাখার ক্ষেত্রেও শুক্রবারই নির্দেশিকা জারি করেছে বিধাননগর পুলিশ।