গোলের পর ক্যালাম হাডসন। ছবি: এক্স (টুইটার)।
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হেরে গেল লিভারপুল। ৫৫ বছর পর নটিংহ্যাম ফরেস্টের কাছে ঘরের মাঠে হারল তারা। শনিবারে অন্য ম্যাচে জিতল ম্যাঞ্চেস্টার সিটি, অ্যাস্টন ভিলা। ড্র হল ফুলহ্যাম এবং ওয়েস্ট হ্যামের ম্যাচ।
ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রত্যাশিত হোঁচট লিভারপুলের। ঘরের মাঠ অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে গেলেন মহম্মদ সালাহেরা। গোটা ম্যাচ আধিপত্য রেখেও গোল করতে পারলেন না তাঁরা। ক্যালাম হাডসন ওডোইয়ের গোলে ১৯৬৯ সালের পর প্রথম বার অ্যানফিল্ডে জয় পেল ফরেস্ট।
ম্যাচের প্রথমার্ধে দাপট ছিল লিভারপুলেরই। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রেখেছিলেন লিভারপুলের ফুটবলারেরা। লুইস দিয়াজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। সালাহের তৈরি করে দেওয়া গোলের সহজ সুযোগও কাজে লাগাতে পারেননি লিভারপুল ফুটবলারেরা। ফরেস্টের গোলরক্ষক ম্যাৎজ় সেলস একাধিক বার দলের পতন আটকান। প্রথমার্ধে ভাল খেলেও গোল করতে পারেনি লিভারপুল। ফরেস্টের ফুলব্যাক অ্যালেক্স মোরেনো এক রকম নিষ্ক্রিয় করে রেখেছিলেন সালাহকে। ফলে লিভারপুলের আক্রমণের ধার খানিকটা কমে যায়। দ্বিতীয়ার্ধে খেলার গতি বৃদ্ধি করেও কাজের কাজ করতে পারেননি লিভারপুল ফুটবলারেরা। খেলার গতির বিপরীতে ৭২ মিনিটে অ্যান্টনি এলাঙ্গার ক্রশ থেকে গোল করে ফরেস্টকে এগিয়ে দেন হাডসন। ম্যাচের শেষ পর্যন্ত চেষ্টা করেও সমতা ফেরাতে পারেননি সালাহেরা।
শনিবার ইপিএলের অন্য ম্যাচে পিছিয়ে পড়েও ম্যাঞ্চেস্টার সিটি ২-১ ব্যবধানে হারাল ব্রেন্টফোর্ডকে। ১৯ এবং ৩২ মিনিটে সিটির হয়ে দু’টি গোলই করেন আর্লিং হালান্ড। ম্যাচের প্রথম মিনিটেই ব্রেন্টফোর্ডকে এগিয়ে দিয়েছিলেন ইয়োনে উইজ়া।
০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল অ্যাস্টন ভিলাও। এভারটনকে ৩-২ গোলে হারাল তারা। ১৬ মিনিটে এভারটনের হয়ে প্রথম গোল করেন ডিউইট ম্যাকনেইল। ২৭ মিনিটে ব্যবধান বৃদ্ধি করেন ডমিনিক লেউইন। ০-২ ব্যবধানেও পিছিয়ে পড়েও হাল ছাড়েননি ভিলা ফুটবলারেরা। বরং আক্রমণের গতি আরও বাড়িয়ে দেন তাঁরা। প্রথমার্ধেই তার সুফল পান তাঁরা। ৩৬ মিনিটে ব্যবধান কমান ওলি ওয়াটকিনস। ৫৮ মিনিটে তাঁর গোলেই সমতায় ফেরে ভিলা। ৭৬ মিনিটে তাদের পক্ষে জয়সূচক গোল জন ডুরানের।
ফুলহ্যাম এবং ওয়েস্ট হ্যামের ম্যাচ শেষ হল অমীমাংসিত ভাবে। শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল ওয়েস্ট হ্যাম। ২৪ মিনিটে ফুলহ্যামকে এগিয়ে দেন রাউল জেমিনেজ়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় গোল করে দলের হার বাঁচান ওয়েস্ট হ্যামের ড্যানি ইংগস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy