E-Paper

চোটে জর্জরিত ইস্টবেঙ্গল, দল গড়াই এখন অগ্নিপরীক্ষা অস্কারের

মাধি তালাল আগেই পুরো মরসুমের জন্যই ছিটকে গিয়েছেন। গত ৬ জানুয়ারি মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম পর্বের দ্বৈরথে চোট পেয়েছিলেন আনোয়ার আলি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ০৯:৪১
জুটি: ইস্টবেঙ্গলের দুই ভরসা বিষ্ণু ও রিচার্ড। 

জুটি: ইস্টবেঙ্গলের দুই ভরসা বিষ্ণু ও রিচার্ড।  ছবি: সুদীপ্ত ভৌমিক।

দুঃসময় অব্যাহত ইস্টবেঙ্গলে। যুবভারতীতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-১ গোলে জয়ের পরে মশালবাহিনী যখন সুপার সিক্সে যোগ্যতা অর্জনের স্বপ্ন নতুন করে দেখতে শুরু করেছে, তখনই ফের ধাক্কা। চোটের কারণে শুক্রবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে পারবেন না হিজাজ়ি মাহের এবং ক্লেটন সিলভাও। মঙ্গলবার অনুশীলন চলাকালীন হিজাজ়ি ডান হাঁটুতে মারাত্মক আঘাত পান। ক্লেটনের চোট কুঁচকিতে।

হিজাজ়ি ও ক্লেটনের পক্ষে কি চলতি মরসুমে মাঠে ফেরা সম্ভব? মুম্বই রওনা হওয়ার চব্বিশ ঘণ্টা আগে যুবভারতীতে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুসো বললেন, ‘‘আমাদের আগে বুঝতে হবে ওদের চোট কতটা গুরুতর? কত দিন সময় লাগতে পারে সুস্থ হতে? চোট পরীক্ষা করার পরেই তা বলতে পারব। সম্ভবত আগামী সপ্তাহে ক্লাব উপযুক্ত সিদ্ধান্ত নেবে। কারণ, মার্চে এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা রয়েছে।’’ হতাশ হয়ে আরও বলেন, ‘‘আমার আর কিছু বলার নেই। আমি ক্লান্ত হয়ে পড়েছি। প্রতিটি সাংবাদিক বৈঠকের অর্ধেক সময় ব্যয় হয় চোট সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে। জানি না কবে সব ঠিক হবে।” ইস্টবেঙ্গলের অন্দরমহলে খোঁজ নিয়ে জানা গিয়েছে, হিজাজ়ি-র পক্ষে চলতি মরসুমে মাঠে ফেরার সম্ভাবনা কার্যত শেষ। একই অবস্থা ক্লেটনের। জানা গিয়েছে, ইতিমধ্যেই দুই বিদেশির বিকল্পের সন্ধান শুরু
হয়ে গিয়েছে।

মাধি তালাল আগেই পুরো মরসুমের জন্যই ছিটকে গিয়েছেন। গত ৬ জানুয়ারি মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম পর্বের দ্বৈরথে চোট পেয়েছিলেন আনোয়ার আলি। তার পর থেকেই তিনি মাঠের বাইরে। নেই সাউল ক্রেসপো এবং মহম্মদ রকিপও। পরিস্থিতি সামলাতে গোয়ার বিরুদ্ধে অস্কার আক্রমণের অন্যতম ভরসা নন্দ কুমারকে খেলিয়েছিলেন রাইটব্যাকে। কেরল ম্যাচে তাঁর জায়গায় খেলান মিডফিল্ডার জিকসন সিংহকে। মুম্বইয়ের বিরুদ্ধে আবার নন্দকে রাইটব্যাকে খেলানোর সম্ভাবনা প্রবল। কারণ, কার্ড সমস্যায় ছিটকে গিয়েছেন জিকসন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রথম একাদশ গড়তেই হিমশিম খাচ্ছেন কোচ অস্কার ব্রুসো।

১৭টি ম্যাচ থেকে ১৭ পয়েন্ট অর্জন করে টেবলের একাদশ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে থাকা মুম্বইয়ের সংগ্রহে ২৭ পয়েন্ট। শুক্রবার জিতলে সুপার সিক্সে যোগ্যতা অর্জনের দৌড়ে টিকে থাকবেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস-রা। ভাঙা দল নিয়ে ইস্টবেঙ্গল কি পারবে মুম্বইকে হারাতে? প্রতিকূল পরিস্থিতিতেও হার মানতে রাজি নন অস্কার। পুরনো দলের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি বললেন, ‘‘মুম্বই ভাল দল। দারুণ ভারসাম্যও রয়েছে। তবে ম্যাচের আগে কেউ বলতে পারে না কারা জিতবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

East Bengal Oscar Bruzon ISL 2024-25

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy