Advertisement
৩০ এপ্রিল ২০২৪
English Premier League

হালান্ডের চোটে চিন্তিত পেপ, রক্ষণই ভাবাচ্ছে বার্সেলোনাকে

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বেলগ্রেদের সেভেরনা ভেজ়দার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামার আগে চিন্তায় পেপ গুয়ার্দিওলা। ম্যান সিটি ম্যানেজার জানিয়েছেন, চোটের কারণে খেলতে পারবেন না আর্লিং হালান্ড।

An image of Footballers

মহড়া: প্রস্তুতির ফাঁকে ম্যান সিটির গ্রিলিশ এবং আকাঞ্জি। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ০৮:৩০
Share: Save:

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নক-আউটে খেলা নিশ্চিত করে ফেলেছে ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু আজ, বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বেলগ্রেদের সেভেরনা ভেজ়দার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামার আগে চিন্তায় পেপ গুয়ার্দিওলা। ম্যান সিটি ম্যানেজার জানিয়েছেন, চোটের কারণে খেলতে পারবেন না আর্লিং হালান্ড।

পেপ বলেছেন, ‘‘হালান্ডের চোট আমাদের কাছে চিন্তার। সামনে লম্বা মরসুম রয়েছে। ওর দ্রুত মাঠে ফেরার দিকে তাকিয়ে রয়েছি আমরা।’’ যদিও পেপ এও জানিয়ে দিয়েছেন, পেশিতে টান লেগেছে, হাড়ে চিড় ধরেনি। ফলে কয়েকটা দিন বিশ্রাম নিলে হালান্ড আবার মাঠে ফিরতে পারেন। তিনি বলেছেন, ‘‘আর্লিংকে ছাড়াই আমাদের জয় নিশ্চিত করতে হবে। বাকিদের সেই দায়িত্ব নিতে হবে।’’

সতর্ক বার্সেলোনা: পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নক-আউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু বুধবার অ্যান্টওয়ারর্পের বিরুদ্ধে খেলতে নামার আগে চিন্তায় বার্সেলোনা ম্যানেজার জ়াভি হার্নান্দেস। লা লিগায় শেষ ম্যাচে ঘরের মাঠে খিরোনার বিরুদ্ধে ২-৪ গোলে হার মেনে নিতে পারছেন না জ়াভি। তিনি বলেছেন, ‘‘রক্ষণকে জমাট থাকতে হবে। না হলে জয় নিশ্চিত করা সম্ভব নয়। আশা করি, ফুটবলাররা তা বুঝেছে।’’

এনরিকের অস্বস্তি: বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যাচ প্যারিস সঁ জরমেঁর। নক-আউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে গেলেও ম্যানেজার লুইস এনরিকে চান জয়। তিনি বলেছেন, ‘‘আমাদের আরও আগ্রাসী ফুটবল খেলতে হবে ডর্টমুন্ডের বিরুদ্ধে, না হলে চাপ বাড়বে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manchester City football Pep Guardiola
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE