কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল মিউনিখের স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর প্যারিস সঁ জরমঁ সমর্থকদের কাছে কোনও বাধাই হল না সেই নিরাপত্তা। লুই এনরিকের দল চ্যাম্পিয়ন হওয়ার পর ফেন্সিং টপকে মাঠের দখল নিয়ে নেন কয়েক শো পিএসজি সমর্থক।
ফাইনালে শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসের জোয়ার তৈরি হয় পিএসজি সমর্থকদের মধ্যে। কেউ লাফাচ্ছিলেন, কেউ গান গাইছিলেন, কেউ পতাকা ওড়াচ্ছিলেন। কেউ আবার পোস্টার, ব্যানার বা মশাল হাতে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। আর পিএসজি সমর্থকদের একটা অংশ অপেক্ষা করছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার জন্য।
অনুষ্ঠান শেষ হতেই কয়েক শো পিএসজি সমর্থক ফেন্সিং টপকে মাঠে নেমে পড়েন। তাঁদের সে ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেনি মিউনিখের পুলিশও। মাঠের দখল নিয়ে নেন তাঁরা। পরিস্থিতি সামলাতে মাঠের একটা অংশে তাঁদের আটকে রাখেন পুলিশ কর্মীরা। কারণ অত মানুষকে মাঠ থেকে বের করে দেওয়া সম্ভব ছিল না তখন। মাতোয়ারা সমর্থকদের অনেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্মারক সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। কেউ ছিঁড়ে নেন গোল পোস্টের জাল। কেউ ছিঁড়ে নেন মাঠের ঘাস। আবার কেউ নিয়ে নেন মাটি।
আরও পড়ুন:
পুলিশকর্মীরা সতর্ক থাকায় অপ্রীতিকর কিছু ঘটেনি। পিএসজি কোচ, ফুটবলারদের কাছাকাছিও যেতে দেওয়া হয়নি কাউকে। উল্লেখ্য, শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি।