E-Paper

কঠিন লড়াই পিএসজি, বার্সার

গত মরসুমের লা লিগা চ‌্যাম্পিয়ন বার্সেলোনার গ্রুপ পর্বে লড়াইও একেবারেই সহজ নয়। তাদের মুখোমুখি হতে হবে পিএসজি, ফ্র‌্যাঙ্কফুট, অলিম্পিয়াকোস, এফসি কোপেনহেগেনের (ঘরের মাঠে)।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ০৭:২৯
গ্রুপ পর্বেই একাধিক বড় ম‌্যাচের সাক্ষী থাকতে চলেছেন ফুটবলপ্রেমীরা।

গ্রুপ পর্বেই একাধিক বড় ম‌্যাচের সাক্ষী থাকতে চলেছেন ফুটবলপ্রেমীরা। —প্রতীকী চিত্র।

নতুন মরসুমে চ‌্যাম্পিয়ন্স লিগের ড্র হয়ে গেল বৃহস্পতিবার রাতে। মোট ৩৬টি দল অংশ নিচ্ছে ইউরোপ সেরার লড়াইয়ে। গ্রুপ পর্বেই একাধিক বড় ম‌্যাচের সাক্ষী থাকতে চলেছেন ফুটবলপ্রেমীরা।

গত মরসুমের চ‌্যাম্পিয়ন প‌্যারিস সঁ জরমঁ ঘরের মাঠে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ, আটলান্টা, টটেনহ‌্যাম হটস্পার এবং নিউক‌্যাসলের বিরুদ্ধে। উসমান দেম্বেলেদের বাইরে গিয়ে খেলতে হবে বার্সেলোনা, বায়ার লেভারকুসেন, স্পোর্টিং লিসবন এবং অ‌্যাথলেটিক বিলবায়োর বিরুদ্ধে। ফলে ট্রফি ধরে রাখার কঠিন পরীক্ষা হতে চলেছে পিএসজির।

গত মরসুমের লা লিগা চ‌্যাম্পিয়ন বার্সেলোনার গ্রুপ পর্বে লড়াইও একেবারেই সহজ নয়। তাদের মুখোমুখি হতে হবে পিএসজি, ফ্র‌্যাঙ্কফুট, অলিম্পিয়াকোস, এফসি কোপেনহেগেনের (ঘরের মাঠে)। এ ছাড়াও লামিনে ইয়ামালরা খেলবেন চেলসি, ক্লাব ব্রাহা, স্লাভিয়া প্রাহা এবং নিউক‌্যাসলের (বাইরে) বিরুদ্ধে।

স্পেনের আর এক ক্লাব রিয়াল মাদ্রিদকেও চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। ঘরের মাঠে কিলিয়ান এমবাপেদের প্রতিপক্ষ ম‌্যাঞ্চেস্টার সিটি, জুভেন্টাস, মার্সেই ও মোনাকো। অ‌্যাওয়ে ম‌্যাচে খেলতে হবে লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস ও কাইরাত আলমাটির বিরুদ্ধে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Paris Saint-Germain barcelona

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy