ওয়ে গুন্নার সোলসারকে ছেঁটে ফেলার ছ’দিন পরে অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে জার্মানির রাল্ফ রাংনিক-এর নাম ঘোষণা করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চলতি মরসুম শেষ না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্বে থাকবেন।
ওয়াটফোর্ডের কাছে চলতি মাসে ১-৪ হারার পরেই সোলসারকে সরিয়ে দিয়েছিল ম্যান ইউ। বিবৃতিতে ক্লাবের তরফে বলা হয়েছে, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জানাচ্ছে, চলতি মরসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে রাল্ফ রাংনিককে দায়িত্বে আনা হয়েছে।’’
রাংনিক ১৯৮০’র দশকে কোচিং করা শুরু করেন। তিনি জার্মান ফুটবলে জনপ্রিয় ‘গেগেনপ্রেসিং’এর অন্যতম সমর্থক। ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এই দায়িত্ব নিয়ে আমি রোমাঞ্চিত। এই মরসুম যাতে সফল হয় নতুন ক্লাবে সে ব্যাপারে জোর দিতে চাই,’’ বিবৃতিতে বলেছেন রাংনিক। ৬৩ বছর বয়সি রাংনিক জার্মানিতে একাধিক ক্লাবে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন। তিনি হফেনহাইমকে জার্মানির সর্বোচ্চ পর্যায়ের লিগে প্রথম বার উঠে আসতে সাহায্য করেন। শালকে ০৪ তাঁর কোচিংয়ে জার্মান কাপে খেলে। এর পরে আরবি লাইপজ়িসকে বুন্দেশলিগার অন্যতম শক্তিশালী দল হিসেবে তুলে আনতে সাহায্য করেন।