অপ্রতিরোধ্য গুরকিরত সিংহ। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশকে ৫-২ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে একাই চারটি গোল করে জয়ের নায়ক গুরকিরত।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে এই বাংলাদেশের কাছেই ১-২ গোলে হেরে গিয়েছিল ভারত। শুক্রবার জয়ের জন্য শুরু থেকেই মরিয়া ছিলেন টাইসন সিংহরা। খেলা শুরু হওয়ার ২০ সেকেন্ডের মধ্যে পেনাল্টি পায় ভারতীয় দল। হিমাংশু জাংরা বিপক্ষের বক্সের মধ্যে পাস দিয়েছিলেন গুরকিরতকে। ভারতের স্ট্রাইকারকে আটকাতে গিয়ে ফাউল করেন বাংলাদেশের গোলরক্ষক মহম্মদ আসিফ। পেনাল্টি থেকে ১-০ করেন গুরকিরত। এগিয়ে যাওয়ার পরেও আক্রমণের ঝাঁঝ কমেনি ভারতীয় দলের। ২২ মিনিটে হিমাংশুর পাস থেকে বল পেয়েছিলেন বিবিন মোহনন। তিন মিনিটের মধ্যে লক্ষ্যভ্রষ্ট হয় গুরকিরতের শট।
মলদ্বীপের বিরুদ্ধে লাল কার্ড দেখে পার্থিব গগৈ ছিটকে যাওয়ায় ভারতীয় দলের সমর্থকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ফাইনালের আগে। কিন্তু কোচ সন্মুগম বেঙ্কটেশ বলেছিলেন, ‘‘আমরা সব সময় একটা দল হিসেবেই খেলি। এক জন না থাকলে বাকিরা তার শূন্যস্থান পূরণ করার জন্য তৈরি।’’ শুক্রবার গুরকিরত একাই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।