Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sandesh Jhingan

Sandesh Jhingan: স্ত্রী-পরিবারের উপর আক্রমণ, নারীবিদ্বেষী মন্তব্যের জন্য আবার ক্ষমা চাইলেন সন্দেশ জিঙ্ঘন

গত শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এটিকে-মোহনবাগানের ম্যাচের পরে গণমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল। কেরলকে ২-১ ব্যবধানে হারানোর পরে এটিকে মোহনবাগানই এই ভিডিয়ো পোস্ট করেছিল। তাতে দেখা গিয়েছে কেরল ম্যাচের পরে মাঠ ছেড়ে বেরনোর সময় সন্দেশ বলেছেন, ‘‘মহিলাদের সঙ্গে ম্যাচ খেলে এলাম।’’ এর পরেই বিতর্ক শুরু হয়।

সন্দেশ জিঙ্ঘন

সন্দেশ জিঙ্ঘন

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪০
Share: Save:

নিজের ‘ভুল’-এর জন্য দুঃখপ্রকাশ করে আরও এক বার ক্ষমা চেয়ে নিলেন সন্দেশ জিঙ্ঘন। টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে ক্ষমা চেয়েছেন এটিকে মোহনবাগানের এই ফুটবলার। নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন সন্দেশ। তাঁর পরিবারকে যে ভাবে আক্রমণ করা হচ্ছে, একই সঙ্গে তার নিন্দাও করেছেন তিনি।

গত শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এটিকে-মোহনবাগানের ম্যাচের পরে গণমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল। কেরলকে ২-১ ব্যবধানে হারানোর পরে এটিকে মোহনবাগানই এই ভিডিয়ো পোস্ট করেছিল। তাতে দেখা গিয়েছে কেরল ম্যাচের পরে মাঠ ছেড়ে বেরনোর সময় সন্দেশ বলেছেন, ‘‘মহিলাদের সঙ্গে ম্যাচ খেলে এলাম।’’ এর পরেই বিতর্ক শুরু হয়।

সোমবার রাতে টুইটারে নিজের বক্তব্য পেশ করে ভিডিয়ো পোস্ট করেন সন্দেশ। সেখানে তিনি বলেন, ‘জানি গত ৪৮ ঘণ্টায় অনেক কিছু হয়েছে। আমার দিক থেকে ভুল হয়েছে। যা বলেছি, সেটা নিয়ে অনেক ভেবেছি। আমার এটা বলা উচিত হয়নি। যা বলেছি, স্রেফ আবেগ এবং উত্তেজনার বশে বলে ফেলেছি। কিন্তু ঠিক করিনি। ভুল করেছি। আমি সত্যিই দুঃখিত। অনেক মানুষকে আঘাত দিয়েছি। নিজেকে এবং নিজের পরিবারকে ছোট করেছি। যেটা করেছি সেটা তো আর মুছে ফেলতে পারি না। কিন্তু এই ভুল থেকে শিক্ষা নেব। আরও ভাল মানুষ হওয়ার চেষ্টা করব। পেশাদার ফুটবলার হিসেবে আরও ভাল হব। অন্যদের সামনে নিজেকে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করব।’

আরও পড়ুন:

সন্দেশের মন্তব্যের পর থেকে তাঁর পরিবারের উদ্দেশে নানা অশালীন মন্তব্য করা হচ্ছে, কুৎসিত আক্রমণ করা হচ্ছে। তার নিন্দা করে একই ভিডিয়ো বার্তায় সন্দেশ বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমার মন্তব্যের পর থেকে আমার পরিবারকে লক্ষ্য করে নানা মন্তব্য করা হচ্ছে। বিশেষ করে আমার স্ত্রীকে আক্রমণ করা হচ্ছে। জানি, সবাই আমার মন্তব্যে আঘাত পেয়েছেন। কিন্তু তার জন্য আমার স্ত্রী-পরিবারকে হুমকি দেওয়াটা অনভিপ্রেত। এটা মানা যায় না। যাঁরা করছেন, তাঁদের উদ্দেশে বলছি, দয়া করে এ রকম করবেন না। আবার বলছি, নিজের কৃতকর্মের জন্য আমি দুঃখিত।’

সন্দেশের বিতর্কিত ভিডিয়ো পরে সরিয়ে ফেলা হয়। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। কেরল সমর্থকেরা তীব্র ক্ষোভ উগরে দেন সন্দেশের উদ্দেশে। রবিবার গণমাধ্যমে এক প্রস্থ ক্ষমা চেয়ে মোহনবাগান তারকা লিখেছিলেন, ‘দলের জন্য তিন পয়েন্ট অর্জন করতে মরিয়া ছিলাম আমরা। অথচ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। যা অত্যন্ত যন্ত্রণার। এই ধরনের পরিস্থিতিতে উত্তেজনা থেকে অনেক কিছুই আমরা বলে ফেলি। এই ঘটনাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত।’ সন্দেশের দাবি ছিল, ‘কেরলের ফুটবলারদের উদ্দেশে আমি কিছু বলিনি। নিজের দলের সতীর্থদেরই বলেছিলাম, জিততে না পারার জন্য কোনও অজুহাতই যথেষ্ট নয়। কেউ যদি আমার মন্তব্যে দুঃখ পান, তার জন্য ক্ষমা চাইছি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE