Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Sanjoy Sen

মোহনবাগানকে আই লিগ জেতানো সঞ্জয় সেন এ বার সন্তোষে বাংলার কোচ, মহিলা দলের কোচ সুজাতা

দীর্ঘ ১৩ বছর পর মোহনবাগানকে আই লিগ জিতিয়েছিলেন তিনি। সেই সঞ্জয় সেন এ বার বাংলার কোচ হলেন। শনিবার আইএফএ-র কোচেস কমিটির সভায় সঞ্জয়কে বেছে নেওয়া হয়েছে সন্তোষ ট্রফির কোচ হিসাবে।

football

সঞ্জয় সেন। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৩
Share: Save:

দীর্ঘ ১৩ বছর পর মোহনবাগানকে আই লিগ জিতিয়েছিলেন তিনি। সেই সঞ্জয় সেন এ বার সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হলেন। শনিবার আইএফএ-র কোচেস কমিটির সভায় সঞ্জয়কে বেছে নিয়েছেন জামশিদ নাসিরি, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস-সহ পাঁচ সদস্য। মহিলা দলের কোচ করা হয়েছে সুজাতা করকে।

২০১০ সালে আই লিগের ক্লাব প্রয়াগ ইউনাইটেডের কোচ হিসাবে সই করেছিলেন সঞ্জয়। পেশাদার কোচিং জীবনে সেটাই তাঁর শুরু। প্রথম বার তাঁর কোচিংয়ে আই লিগে অষ্টম স্থান পায় প্রয়াগ। ২০১২ সালে মহমেডানের কোচ হন সঞ্জয়। আই লিগের দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে তোলেন মহমেডানকে।

২০১৪ সালে মোহনবাগানের কোচ হন সঞ্জয়। সেই মরসুমেই মোহনবাগানকে আই লিগ জেতান। ১৩ বছর পর আই লিগ জেতে মোহনবাগান। ২০১৬ সালে মোহনবাগানকে ফেডারেশন কাপও দেন সঞ্জয়। পরে অধুনালুপ্ত এটিকে-র টেকনিক্যাল ডিরেক্টর এবং সহকারী কোচ হিসাবে কাজ করেছেন। এ ছাড়া আন্তোনিয়ো হাবাসের অধীনে আইএসএলে মোহনবাগানের সহকারী কোচ হিসাবেও কাজ করেছেন।

আইএফএ জানিয়েছে, আগামী মঙ্গলবার কোচেস কমিটির পরবর্তী বৈঠকে এই দুই প্রতিযোগিতায় কোচেদের সহকারীদের নাম স্থির করা হবে।

অন্য বিষয়গুলি:

Sanjoy Sen Mohun Bagan Bengal Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE