Advertisement
E-Paper

নবান্নে ভারতসেরা বাংলা দল, ফুটবলারদের জন্য ৫০ লক্ষ টাকা, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

সঞ্জয় সেন-সহ গোটা দল নবান্নে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ছিলেন বাংলার ফুটবল সংস্থার (আইএফএ) কর্তারাও। সেই সাক্ষাতের পরেই প্রত্যেক ফুটবলারের জন্য চাকরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৮:৫৭
Nabanna

সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলার এবং কোচ সঞ্জয় সেনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সমাজমাধ্যম।

সন্তোষ ট্রফি জিতে মঙ্গলবার ভারতসেরা হয়েছিল বাংলা দল। বৃহস্পতিবার কোচ সঞ্জয় সেন-সহ গোটা দল নবান্নে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ছিলেন বাংলার ফুটবল সংস্থার (আইএফএ) কর্তারাও। সেই সাক্ষাতের পরেই প্রত্যেক ফুটবলারের জন্য চাকরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাকে সন্তোষ জেতানো রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠ, চাকু মান্ডিরা। ট্রফিও নিয়ে গিয়েছিলেন তাঁরা। সেই ট্রফির সঙ্গে ছবি তোলেন মমতা, কোচ এবং ফুটবলারেরা। রবিদের হাতে সরকারের তরফে ব্লেজার তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কোচ, ফুটবলার ছাড়াও সাপোর্ট স্টাফদের সকলকে ব্লেজার দেওয়া হয়। সন্তোষজয়ী দলের জন্য ৫০ লক্ষ টাকা উপহার হিসাবে ঘোষণা করেন মমতা।

ফুটবলারদের উদ্দেশে মমতা বলেন, “তোমরা যে ট্রফি নিয়ে এসেছ, এটা শুধু একটা ট্রফি নয়, এটা বাংলার গর্ব। আমার বিশ্বাস, তোমরা যদি ঠিক করে খাওয়াদাওয়া করো, ভাল করে অনুশীলন করো, তা হলে এক দিন বিশ্বকাপও খেলতে পারবে।” এর পরেই ক্রীড়ামন্ত্রীকে মমতা বলেন প্রত্যেক ফুটবলারের জন্য ক্রীড়া দফতরে চাকরির ব্যবস্থা করতে। সেই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দেন, চাকরি করতে গিয়ে যেন ফুটবলারদের খেলায় কোনও ক্ষতি না হয়। এই সাম্মানিক চাকরি ফুটবলারদের আর্থিক সহায়তার জন্য। এমন চাকরিই তাঁদের দেওয়া হবে যেখানে খেলাটাকে তাঁরা প্রাধান্য দিতে পারবেন।

মঙ্গলবার কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জেতে বাংলা। ২০১৬-১৭ মরসুমের পর আবার ফুটবলে ভারতসেরা তারা। ৩৩ বার এই ট্রফি জিতেছে বাংলা।

Santosh Trophy Mamata Banerjee sanjay sen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy