ডুরান্ডেই ডার্বি। ১৭ অগস্ট, রবিবার ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। মঙ্গলবার ঠিক হয়ে গেল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল পর্বের সূচি। ছ’টা গ্রুপের সেরা দল এবং দ্বিতীয় স্থানে শেষ করা সেরা দুটো দলকে শেষ আটের লড়াইয়ে দেখা যাবে।
ডুরান্ড কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শিলং লাজং এবং ইন্ডিয়ান নেভি। এই ম্যাচ হবে ১৬ অগস্ট বিকাল ৪টেয় শিলংয়ে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হবে নর্থইস্ট ইউনাইটেড এবং বড়োল্যান্ড এফসির মধ্যে। এই ম্যাচ হবে ১৬ অগস্ট সন্ধে ৭টায় কোকরাঝাড়ে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে কলকাতার আর এক দল ডায়মন্ড হারবার এফসি। জামশেদপুরে তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই ম্যাচ হবে ১৭ অগস্ট বিকাল ৪টেয়। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান খেলবে ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনাল। কলকাতার যুবভারতীতে ডার্বি হবে ১৭ অগস্ট সন্ধে ৭টা থেকে।
আরও পড়ুন:
শোনা গিয়েছিল, ১৭ অগস্ট কলকাতায় ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান। সম্ভাব্য ডার্বি নিয়ে দুই প্রধানের সমর্থকদের মধ্যে উৎসাহও তৈরি হয়েছিল। ডুরান্ডের সূচি হতাশ করল না দুই প্রধানের সদস্য সমর্থকদের। তবে প্রতিযোগিতার শেষ আটের লড়াইয়েই কলকাতার এক প্রধানের বিদায় নিশ্চিত।