রুবেন আমোরিমকে বরখাস্ত করে অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে ড্যারেন ফ্লেচারের নাম ঘোষণা করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু চর্চা তুঙ্গে স্থায়ী ম্যানেজার কে হচ্ছেন নিয়ে।
ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, ম্যান ইউয়ের কোচ হওয়ার দৌড়ে ওয়ে গুনার সোলসার, মাইকেল ক্যারিক, টমাস টুহল, এনজ়ো মারেস্কা, অলিভার গ্লাসনার, মৌরিসিয়ো পচেত্তিনো এবং আন্দোনি আইরোলা রয়েছেন। সোলসার এবং ক্যারিকের ম্যান ইউয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। টুহল এখন ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্বে। ফুটবল বিশ্বকাপের আগে তাঁকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তা ছাড়া জার্মান কোচ নিজেও নাকি খুব একটা উৎসাহী নন ওল্ড ট্র্যাফোর্ডে আসার ব্যাপারে। কারণ, গত বছরের গ্রীষ্মে ম্যান ইউ যখন এরিক টেন হ্যাগকে বরখাস্ত করেছিল, দায়িত্ব নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন টুহল। কিন্তু ম্যান ইউয়ের অন্যতম মালিক জিম র্যাটক্লিফের সঙ্গে তাঁর সাক্ষাৎকার পর্ব নাকি একেবারেই ইতিবাচক ছিল না।
ম্যান ইউয়ের পছন্দের তালিকায় রয়েছেন গত বার এফএ কাপে ক্রিস্টাল প্যালেসকে চ্যাম্পিয়ন করা গ্লাসনারও। এই মরসুমের পরেই সেলহার্স্ট পার্কের ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ফলে আগামী মরসুমের আগে গ্লাসনারকে পাওয়ার সম্ভাবনা কম। আইরোলা এখন বোর্নমুথের ম্যানেজার। একমাত্র এনজ়োই এই মুহূর্তে কোনও ক্লাবের সঙ্গে যুক্ত নন। নতুন বছরের প্রথম দিনেই তাঁকে বরখাস্ত করেছে চেলসি।
নতুন ম্যানেজার নির্বাচন নিয়ে চর্চার মধ্যেই ম্যান ইউ কিংবদন্তি গ্যারি নেভিল মুখ খুললেন। তিনি বলেছেন, ‘‘ম্যান ইউ থেকে আমোরিমের বিদায়ের গতি আমার কাছে অত্যন্ত বিস্ময়কর। ক্লাবের উচিত, এমন কাউকে নতুন ম্যানেজার করা উচিত, যিনি ম্যান ইউয়ের সংস্কৃতির উপযুক্ত।’’ আরও বলেছেন, ‘‘মরসুমের মাঝপথে যখন এক জন ম্যানেজারকে বরখাস্ত করা হয়, তখন তার উপযুক্ত বিকল্প খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। অবশ্য গত এক মাসে ম্যান ইউয়ের খেলা অত্যন্ত হতাশাজনক ছিল। আমার মনে হয়, উলভসের বিরুদ্ধে ম্যাচেই আমোরিমের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গিয়েছিল।’’ ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচ ১-১ শেষ হয়েছিল।
ম্যান ইউ কর্তৃপক্ষের আমোরিমকে সরানোর সিদ্ধান্তের পক্ষে গ্যারির সমর্থন থাকলেও বিপরীত মেরুতে পেপ গুয়ার্দিওলা। ম্যাঞ্চেস্টার সিটি ম্যানেজার বলেছেন, ‘‘চেলসি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে আমি মনে করি, রুবেন একজন দুর্দান্ত ম্যানেজার। অবশ্য এমন কোনও দেশ নেই যেখানে ম্যাচ না জিতলে নিরাপদ থাকা যায়। প্রত্যেক ম্যানেজারকেই তাঁদের ফুটবল মস্তিষ্কের জন্য নিয়োগ করা হয় এবং ফলাফলের জন্যবরখাস্ত করা হয়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)