ডুরান্ড কাপে মুম্বই সিটি এফসির কাছে হারের পরে দর্শকদের রোষের মুখে পড়তে হয়েছিল ক্লাবকর্তাদের। মঙ্গলবার নিজেদের মাঠে এফসিআই-র বিরুদ্ধে ৩-১ গোলে জিতে আবার ছন্দে ফিরল মহমেডান স্পোর্টিং।
ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল পেয়ে যায় মহমেডান। নিজেদের মধ্যে দ্রুত পাস খেলে প্রতিপক্ষের পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে নিখুঁত গোল করে যান তন্ময় ঘোষ। ৩৫ মিনিটে ফের ব্যবধান বাড়ায় মহমেডান। তবে এ ক্ষেত্রে বল বিপন্মুক্ত করতে গিয়ে নিজের গোলে ঠেলে দেন এফসিআই-র দীপ বাগ।
৫৩ মিনিটে গোল করেন এফসি আই-র সৌরভ মান্না। ৭৯ মিনিটে মহমেডানের হয়ে তৃতীয় গোল ডেভিডের। প্রতিপক্ষের ফুটবলারের পা থেকে ছিটকে বেরিয়ে আসা বল ধরে গোল করতে ভুল করেননি তিনি।
আজ নামছে ইস্টবেঙ্গল: আজ, বুধবার প্রিমিয়ার ডিভিশন লিগে পরীক্ষা ইস্টবেঙ্গলের। প্রতিপক্ষ রেলওয়ে এফসি।
কোচ বিনো জর্জ বলেছেন, ‘‘গত ম্যাচের মতো পয়েন্ট নষ্ট করা যাবে না। ম্যাচে গোলের অনেক সুযোগ তৈরি হলেও তা কাজে লাগছে না। পয়েন্ট নষ্ট করার প্রবণতা কাটাতে হবে।’’
আজ প্রিমিয়ার ডিভিশনে: ইস্টবেঙ্গল বনাম রেলওয়ে এফসি। দুপুর ৩.০০ থেকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)