আইএসএলে এখনও চারটি ম্যাচ বাকি মোহনবাগানের। তবে আর একটি ম্যাচ জিতলেই লিগ-শিল্ড জেতার সুযোগ রয়েছে মোহনবাগানের। তার জন্য অবশ্য অন্য দু’টি ম্যাচের ফল গুরুত্বপূর্ণ। সেগুলি বাগানের অনুকূলে গেলেই পর পর দু’বার ভারতসেরা হবে বাগান।
এখন মোহনবাগানের পয়েন্ট ২০ ম্যাচে ৪৬। বাকি চারটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৫৮। আইএসএলের ইতিহাসে কোনও দল এত পয়েন্টে যেতে পারেনি। এই চারটির মধ্যে দু’টি ম্যাচ জিতলে বাগানের পয়েন্ট হবে ৫২। সে ক্ষেত্রেও বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বাগান। কারও পক্ষেই অত পয়েন্টে পৌঁছনো সম্ভব নয়।
পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া। তাদের পয়েন্ট ১৯ ম্যাচে ৩৬। অর্থাৎ, বাকি পাঁচটি ম্যাচ জিতলে সর্বোচ্চ ৫১ পয়েন্টে যেতে পারবে তারা। তিন নম্বরে রয়েছে জামশেদপুর। তাদের পয়েন্ট ১৯ ম্যাচে ৩৪। বাকি পাঁচটি ম্যাচ জিতলে জামশেদপুর পৌঁছতে পারবে সর্বোচ্চ ৪৯ পয়েন্টে। বাকি ১০টি দল অত পয়েন্টেও যেতে পারবে না। অর্থাৎ, নিজেদের পরের দু’টি ম্যাচ জিতলে বাকি কারও দিকে না তাকিয়ে লিগ-শিল্ড জিতে যাবে বাগান।
কিন্তু তার আগেই মোহনবাগান হয়ে যেতে পারে ভারতসেরা। শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের মাঠে খেলা বাগানের। তার আগে বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামবে গোয়া। বৃহস্পতিবার নর্থইস্টের বিরুদ্ধে খেলতে নামবে জামশেদপুর। মুম্বই এই মরসুমে তত ভাল খেলতে না পারলেও তারা চ্যাম্পিয়ন দল। ফলে গোয়ার লড়াই সহজ হবে না। পাশাপাশি মুম্বইয়ের ঘরের মাঠে খেলা। ফলে চাপ থাকবে গোয়ার উপর। আইএসএলের প্রথম লেগে জামশেদপুরকে ৫-০ গোলে হারিয়েছিল নর্থইস্ট। তারাও কঠিন প্রতিপক্ষ। ফলে জামশেদপুরের লড়াইও কঠিন।
আরও পড়ুন:
যদি গোয়া মুম্বইয়ের কাছে হারে তা হলে তাদের পয়েন্ট হবে ২০ ম্যাচে ৩৬। সে ক্ষেত্রে তারা সর্বোচ্চ ৪৮ পয়েন্টে যেতে পারবে। আর যদি জামশেদপুর নর্থইস্টের বিরুদ্ধে হারে তা হলে তাদের পয়েন্ট হবে ২০ ম্যাচে ৩৪। সে ক্ষেত্রে তারা সর্বোচ্চ ৪৬ পয়েন্টে যেতে পারবে। জামশেদপুর নর্থইস্টের বিরুদ্ধে ড্র করলেও সর্বোচ্চ ৪৭ পয়েন্টে যেতে পারবে তারা।
মোহনবাগান যদি শনিবার কেরলকে হারাতে পারে তা হলে তাদের পয়েন্ট হবে ৪৯। তার আগে যদি গোয়া ও জামশেদপুর ম্যাচের ফল বাগানের পক্ষে যায় তা হলে কেরলকে হারালেই সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে মোহনবাগান। তিন ম্যাচ বাকি থাকতেই জিতে যাবে লিগ-শিল্ড। আর যদি গোয়া তাদের ম্যাচ জেতে তা হলে বাগানকে অপেক্ষা করতে হবে পরের ম্যাচের জন্য।