বলা হচ্ছে, শনিবার নাকি লিভারপুলের কাছে প্রতিশোধের ফাইনাল। ২০১৮-র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল লিভারপুল। শনিবার একই প্রতিযোগিতার ফাইনালে সামনে সেই রিয়াল মাদ্রিদ। তবে মাঠে নামার আগেই অন্য একটি লড়াইয়ে হেরে বসে আছে লিভারপুল। তা হল, প্রতিযোগিতার পুরস্কার বাবদ প্রাপ্ত অর্থ। শনিবার যদি লিভারপুল জেতে, তা হলে তারা যে অর্থ পাবে, তা রানার্স আপ রিয়ালের থেকেও কম। রিয়াল চ্যাম্পিয়ন হলে এমনিই তারা বেশি অর্থ পাবে।
জানা গিয়েছে, প্রতিযোগিতায় জিতলে ১০২ মিলিয়ন পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ১০০০ কোটি টাকা পাবে রিয়াল। লিভারপুল জিতলে পাবে ৯১১ কোটি টাকা। রিয়াল যদি হেরেও যায়, তা হলেও তারা ৯৬০ কোটি টাকা পাবে, যা লিভারপুলের থেকে ৪৯ কোটি বেশি।
কিন্তু এই বৈষম্য কেন?