প্রয়াত দিয়েগো মারাদোনার স্মরণে আস্ত একটি বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে আর্জেন্তিনার একটি সংস্থা। বিমানের চারপাশে মারাদোনার ছবি তো রয়েছেই, ভিতরে তৈরি করা হয়েছে আস্ত একটি সংগ্রহশালাও। সেখানে রয়েছে মারাদোনার ব্যবহৃত কিছু জিনিসপত্র এবং তাঁর অজস্র ছবি। সম্প্রতি এই বিমানের উদ্বোধন করা হয়েছে।
আর্জেন্টিনায় বুয়েনোস আইরেসে প্রয়াত মারাদোনাকে স্মরণ করে এমনই একটি উড়ন্ত সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘ট্যাঙ্গো ডি১০এস’। আর্জেন্টিনার একটি সংস্থা তৈরি করেছে এই সংগ্রহশালা। দেশকে ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতিয়েছিলেন মারাদোনা। ২০২০-র নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।