Advertisement
০৯ মে ২০২৪
Xavi Hernandez

Xavi Hernandes: কোচ জ়াভি ফিরতে চান প্রিয় ‘ঘর’ বার্সেলোনায়

জ়াভির সঙ্গে চুক্তি করার জন্য ইতিমধ্যেই কাতার পৌঁছে গিয়েছেন বার্সা কর্তারা।

চর্চায়: সংশয় কাটিয়ে জ়াভিকে চুক্তিবদ্ধ করতে মরিয়া বার্সা।

চর্চায়: সংশয় কাটিয়ে জ়াভিকে চুক্তিবদ্ধ করতে মরিয়া বার্সা। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ০৭:১৪
Share: Save:

বার্সেলোনার দায়িত্ব নিতে আগ্রহী থাকলেও আল সাদ ছেড়ে পুরনো ক্লাবে প্রত্যাবর্তনের ব্যাপারে এত দিন কোনও মন্তব্য করেননি জ়াভি হার্নান্দেস। অবশেষে মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন, ঘরে (বার্সা) ফিরতে চান তিনি। আশা করছেন, বার্সা কর্তারা দ্রুত আল সাদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা
মিটিয়ে নেবেন।

জ়াভির সঙ্গে চুক্তি করার জন্য ইতিমধ্যেই কাতার পৌঁছে গিয়েছেন বার্সা কর্তারা। কিন্তু আল দুহালির বিরুদ্ধে ম্যাচের আগেই আল সাদের তরফে বিবৃতি দেওয়া হয়, ‘‘বার্সেলোনার প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছি আমরা। শুরু থেকেই ক্লাবের অবস্থান খুব স্পষ্ট। জ়াভিকে আমাদের সঙ্গে রাখতে অঙ্গীকারবদ্ধ। মরসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা ওঁকে ছাড়তে চাই না।’’ এই বিবৃতির পরেই জ়াভির ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু আল দুহালির সঙ্গে আল সাদ ৩-৩ গোলে ড্রয়ের পরে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। বার্সা কিংবদন্তি নিজেই পুরনো ক্লাবে ফিরতে চেয়েছেন। জ়াভি বলেছেন, ‘‘আমি ঘরে ফিরতে চাই। সকলেই নিশ্চয়ই তা বুঝতেও পারছেন। আশা করছি, বার্সা কর্তৃপক্ষ দ্রুত আল সাদের সঙ্গে সমঝোতায় পৌঁছবে।’’

রোনাল্ড কোমানকে বরখাস্ত করার পরে নতুন ম্যানেজার হিসেবে বার্সা কর্তাদের প্রথম পছন্দ জ়াভি-ই। কিন্তু সমস্যা তৈরি হয়েছে আল সাদের সঙ্গে তাঁর চুক্তিকে কেন্দ্র করে। আগামী বছর বিশ্বকাপের পরেই কাতারের ক্লাবের সঙ্গে জ়াভির চুক্তি শেষ হচ্ছে। এই প্রসঙ্গে স্পেনীয় কিংবদন্তি বলেছেন, ‘‘দুই ক্লাবের মধ্যে আলোচনা চলছে। দ্রুত বিষয়টার নিষ্পত্তি হওয়া প্রয়োজন।’’ যোগ করেছেন, ‘‘বুঝতেই পারছেন, আমি বাড়ি ফেরার জন্য কতটা মুখিয়ে রয়েছি। তবে বিষয়টা পারস্পরিক সম্মানের। আল সাদের সঙ্গে আমার চুক্তি রয়েছে। এই কারণেই দু’টি ক্লাবকে আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্তে
পৌঁছতে হবে।’’

প্রিয় বার্সার দায়িত্ব নেওয়ার জন্য তিনি কতটা উদগ্রীব, তাও গোপন করেননি। জ়াভির কথায়,‘‘বাড়ি ফেরা নিয়ে আমি প্রচণ্ড উত্তেজিত ঠিকই। তবে তার চেয়েও বেশি আগ্রহী ম্যানেজার হিসাবে বার্সার দায়িত্ব নেওয়ার জন্য।’’

চুক্তি শেষ হওয়ার আগে কী ভাবে আল সাদ ছেড়ে বার্সায় তিনি যোগ তিনি পারেন, সেই পথেরও সন্ধান দিয়েছেন স্বয়ং জ়াভি। বলেছেন, ‘‘চুক্তি ছেড়ে বেরিয়ে আসার সূক্ষ্ণ একটি উপায় রয়েছে।’’ জানা গিয়েছে, চুক্তি শেষ হওয়ার আগে জ়াভিকে নিতে হলে পাঁচ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ কোটি) আল সাদকে দিতে হবে বার্সার পক্ষ থেকে। আত্মবিশ্বাসী জ়াভি বলেছেন, ‘‘আমি প্রচণ্ড আশাবাদী। এই কারণেই পরিষ্কার ভাবে নিজের অবস্থান জানিয়ে দিয়েছি। আমার মতে কয়েক ঘণ্টা বা কিছু দিনের ব্যাপার। তার পরেই সব ঠিক হয়ে যাবে। কারণ, সকলেই জানেন আমার কী চাই। আশা করছি, দ্রুত সব মিটে যাবে।’’

জ়াভিকে ফেরাতে বার্সার ভাইস প্রেসিডেন্ট রাফা ইউসতে এবং ডিরেক্টর অব ফুটবল মাতেউ আলাম্যানি এই মুহূর্তে দোহায় রয়েছেন। বুধবার রাতে তাঁরা আল সাদ বনাম আল দুহালি ম্যাচ দেখতে স্টেডিয়ামেও গিয়েছিলেন। তবে বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা
দোহা যাননি।

বার্সায় ফিরতে মরিয়া জ়াভিকে কবে ছাড়বেন আল সাদ কর্তারা, তা নিয়েই এখন
আগ্রহ তুঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Xavi Hernandez FC Barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE