Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পেটের সমস্যা সামলাতে পারেননি, তা বলে লাল কার্ড!

ফুটবল মাঠে বিচিত্র ঘটনার কোনও অভাব নেই। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলে বল ঢুকিয়ে দেওয়া, রেফারি কার্ড দেখানোয় উল্টে তাঁকেই কার্ড দেখিয়ে দেওয়া, কত কী-ই না ঘটে ফুটবল মাঠে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ১৯:০৫
Share: Save:

ফুটবল মাঠে বিচিত্র ঘটনার কোনও অভাব নেই। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলে বল ঢুকিয়ে দেওয়া, রেফারি কার্ড দেখানোয় উল্টে তাঁকেই কার্ড দেখিয়ে দেওয়া, কত কী-ই না ঘটে ফুটবল মাঠে। কিন্তু এই রকম অদ্ভুত ঘটনা বোধহয় এর আগে কখনও ঘটেনি। যা ঘটল সুইডেনে। প্রিমিয়র লিগ চলাকালীন এক ফুটবলারকে লাল কার্ড দেখালেন রেফারি। ফুটবলারের অপরাধ, তিনি প্রকাশ্যে বাতকর্ম করেছিলেন।

বুধবার সুইডিস লিগে ম্যাচ চলছিল জার্না এসকে বনাম পেরসাগেন এসকে। খেলা চলাকালীন হঠাৎই জার্নার লেফ্ট ব্যাক অ্যাডাম লিনডিনকে পরপর দু’বার হলুদ কার্ড দেখান রেফারি। বিস্মিত ফুটবলার তাঁর দোষ জানতে চাইলে রেফারি জানান, প্রকাশ্যে বাতকর্ম করে তিনি গর্হিত অপরাধ করেছেন, শৃঙ্খলাভঙ্গ করেছেন তিনি।

অ্যাডামের দাবি, ম্যাচের আগেই তাঁর পেটের সমস্যা চলছিল। খেলার মাঝে আর থাকতে না পেরে এই কাজ করেছেন তিনি। এতে অপরাধ কী? তাঁর আরও দাবি, বাতকর্মের আগে রেফারির কাছে অনুমতি চান তিনি। কিন্তু রেফারি অনুমতি দেননি। তাই বাধ্য হয়েই এ কাজ করেছেন তিনি।

রেফারি অবশ্য তাঁর সিদ্ধান্তে অনড়। বিষয়টিকে যে তিনি মোটেই হালকা ভাবে নিচ্ছেন না, তা বুঝিয়ে তিনি বলেন, এর আগে এক ফুটবলার মাঠের ঠিক বাইরে প্রস্রাব করেছিল, তাঁকেও লাল কার্ড দেখিয়েছিলাম। এই ধরনের ব্যবহারে খেলার পরিবেশ নষ্ট হয়।

আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেটারদের জার্সি নম্বরের রহস্য জানেন কি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Red Card Swedish Football Farting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE