Advertisement
০৯ মে ২০২৪
Bhaichung Bhutia

এ বার সিকিম দখলের লড়াইয়ে ভাইচুং, প্রার্থী দু’টি আসন থেকে  

গত বছর দিল্লিতে গিয়ে নিজের রাজনৈতিক দল গঠনের কথা জানিয়েছিলেন ইস্ট-মোহনে দাপটের সঙ্গে খেলা স্ট্রাইকার। এ বার নেমে পড়ছেন ভোট যুদ্ধে।

সিকিম বিধানসভা কেন্দ্রে লড়বেন ভাইচুং। — ফাইল চিত্র।

সিকিম বিধানসভা কেন্দ্রে লড়বেন ভাইচুং। — ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ১৮:৫০
Share: Save:

দিন দুয়েক আগেই প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে তিনি হৃদয়ের খুব কাছের আসন থেকে লড়বেন। বৃহস্পতিবার ‘পাহাড়ি বিছে’ তাঁর কেন্দ্রের নাম ঘোষণা করলেন।

আগে থেকেই ইঙ্গিত ছিল নিজের দল হামরো সিকিম পার্টি (এইচএসপি)-র হয়ে একাধিক কেন্দ্র থেকে তিনি দাঁড়াবেন। বৃহস্পতিবার টুইট করে ভাইচুং জানিয়েছেন, ‘‘আমি সিকিম বিধানসভা নির্বাচনে গ্যাংটক ও তুমিন লিঙ্গী থেকে লড়ব। উন্নত সিকিম গড়ে তোলার জন্য আমার লড়াইকে আশীর্বাদ জানান আপনারা।’’ সিকিমে বিধানসভা নির্বাচন হবে আগামী ১১ এপ্রিল।

গত বছর দিল্লিতে গিয়ে নিজের রাজনৈতিক দল গঠনের কথা জানিয়েছিলেন ইস্ট-মোহনে দাপটের সঙ্গে খেলা স্ট্রাইকার। এ বার নেমে পড়ছেন ভোট যুদ্ধে।

তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজনৈতিক ময়দানে পা রেখেছিলেন ভাইচুং। এক বার দার্জিলিং লোকসভা কেন্দ্র ও পরে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়েছিলেন ভাইচুং। কিন্তু দু’বারই হেরে যান তিনি। তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার কার্যকরী সভাপতিও হয়েছিলেন এই প্রাক্তন ফুটবলার। পরবর্তীতে দলের সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়তে থাকে তাঁর। রাজ্যসভা নির্বাচনেও তাঁকে মনোনয়ন দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বছরের ফেব্রুয়ারি মাসে তৃণমূল ছেড়ে দিয়েছিলেন। রাজধানীতে গিয়ে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছিলেন। এ দিন আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্র জানিয়ে দিলেন ঘটা করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhaichung Bhutia Sikkim Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE