Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Ravinder Pal Singh

করোনায় প্রয়াত অলিম্পিক্সের সোনাজয়ী হকি খেলোয়াড় রবীন্দ্র পাল সিংহ

করোনা সংক্রমিত হয়ে ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন রবীন্দ্র।

অলিম্পিক্সে সোনাজয়ী হকি খেলোয়াড় রবীন্দ্র পাল সিংহ।

অলিম্পিক্সে সোনাজয়ী হকি খেলোয়াড় রবীন্দ্র পাল সিংহ। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৩:৪০
Share: Save:

চলে গেলেন ১৯৮০ সালের অলিম্পিক্সে সোনাজয়ী হকি খেলোয়াড় রবীন্দ্র পাল সিংহ। করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। শনিবার সকালে লখনউয়ে মারা যান রবীন্দ্র। ২ সপ্তাহ ধরে করোনার বিরুদ্ধে লড়াই করছিলেন তিনি। বয়স হয়েছিল ৬৫ বছর।

করোনা সংক্রমিত হয়ে ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন রবীন্দ্র। পরিবারের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার তিনি করোনামুক্ত হন। তাঁকে কোভিড মুক্ত ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। ১৯৮০ সালে সোনা জয়ের পর ভারতের ১৯৮৪ সালের অলিম্পিক্সেও অংশ নেন রবীন্দ্র। সেন্টার হাফ হিসেবে খেলতেন তিনি।

দুটো অলিম্পিক্স ছাড়াও রবীন্দ্র ১৯৮০ এবং ১৯৮৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু টুইট করে লেখেন, ‘রবীন্দ্র পাল সিংহের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সের সোনাজয়ী হকি খেলোয়াড়কে হারাল ভারত। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে ওঁর অবদান মনে রাখা হবে’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hockey gold medal olympic Ravinder Pal Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE