রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রাক্তন খেলোয়াড় মাইক উইলিয়ামসের। আমেরিকার রাগবি (ন্যাশনাল ফুটবল লিগ) খেলোয়াড় ছিলেন তিনি। তিন বছর আগে অবসর নেন। তার পর থেকে রাজমিস্ত্রির কাজ করছিলেন মাইক। সেই কাজ করতে গিয়েই দুর্ঘটনা ঘটে ৩৬ বছর বয়সি মাইকের।
আমেরিকার টেম্পা বে-তে একটি বহুতল নির্মাণের কাজ চলছিল। সেখানেই কাজ করছিলেন মাইক। গত শুক্রবার তাঁর মাথায় একটি লোহার পাত পড়ে যায়। গুরুতর আহত হন তিনি। মাইককে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। এ ছাড়া মেরুদণ্ডের হাড়ও ভেঙে গিয়েছিল। প্রথমে তাঁর ডান হাত ও শরীরের নিম্নাঙ্গ পঙ্গু হয়ে যায়। পরে কোমায় চলে যান তিনি।
মাইক উইলিয়ামস। —ফাইল চিত্র
আরও পড়ুন:
শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল মাইকের। ফলে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তার পরেও অবস্থার কোনও উন্নতি হয়নি। জ্ঞান ফেরেনি তাঁর। শ্বাসকষ্টের সমস্যাও শুরু হয়েছিল মাইকের। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও মাইককে বাঁচাতে পারেননি। একমাত্র ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর বাবা ও মা।
আরও পড়ুন:
ছ’বছর পেশাদার খেলোয়াড় হিসাবে রাগবি খেলেছেন মাইক। স্কুলজীবনে খেলতেন। ধীরে ধীরে রাগবিকেই পেশা হিসাবে বেছে নেন মাইক। ২০১০ সালে টেম্পা বে বুকানিরসের হয়ে খেলা শুরু করেন তিনি। চার বছর সেখানে খেলার পরে বাফেলো বিলসে যোগ দেন মাইক। ২০১৬ সালে অবসর নেন তিনি। খেলোয়াড় হিসাবে ভাল নাম করেছিলেন মাইক। ফলে তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আমেরিকার বেশ কয়েক জন রাগবি খেলোয়াড়।