প্রাক্তন জাতীয় ওপেনার ও উত্তরপ্রদেশের মন্ত্রী চেতন চৌহান করোনাভাইরাসে আক্রান্ত। শনিবার রাতের দিকে তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। লখনউয়ের সঞ্জয় গাঁধী পিজিআই হাসপাতালে ভর্তি আছেন তিনি।
৭২ বছর বয়সি চৌহানের করোনা পরীক্ষা হয়েছিল শুক্রবার। তাঁর পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা হবে। এই মুহূর্তে সকলেই অবশ্য হোম কোয়রান্টিনে রয়েছেন। এই মুহূর্তে উত্তরপ্রদেশের মন্ত্রিসভায় সৈনিক ওয়েলফেয়ার, হোম গার্ডস, পিআরডি ও সিভিল সিকিউরিটি দফতরের দায়িত্বে তিনি। লোকসভার সাংসদও ছিলেন কিছু দিন আগে।