জেলের কুঠুরি পছন্দ হয়নি বরিস বেকারের। ছোট যে কুঠুরিতে তাঁকে রাখা হয়েছিল, সেই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন প্রাক্তন টেনিস তারকা। তাঁর আবেদন শুনলেন জেল কর্তৃপক্ষ। এখন থেকে জেলের ট্রিনিটি উইংয়ে থাকবেন বেকার।
আগের কুঠুরিতে থাকার সময় জেল কর্তৃপক্ষকে বিরক্ত করে দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা। বার বার জরুরি ঘণ্টা বাজিয়েছেন দরজা খুলে রাখার জন্য। কর্তৃপক্ষের তরফে বলা হয়, “এটা হোটেলের রুম সার্ভিস নয়।” তবে এ বার কিছুটা স্বাচ্ছন্দ্য পাবেন বেকার। ট্রিনিটি উইংয়ে থাকা এক প্রাক্তন বন্দি ক্রিস অ্যাটকিন্স বলেন, “ট্রিনিটি অনেক বেশি খোলামেলা। এখানের বন্দিরা সহজে কুঠুরির বাইরে যেতে পারে খেলার জন্য, পড়াশোনা করার জন্য, কাজ করার জন্য।” তাঁর মতে এখানে অনেক বেশি কাজ করার সুযোগ পাবেন বেকার।