Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Novak Djokovic

নোভাককে ফরাসি সরকার: রাজনৈতিক বিবৃতি নয়

নোভাকের মন্তব্য নিয়ে বুধবার বিবৃতি দিয়েছে কসোভো টেনিস সংস্থাও। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বক্তব্যে সার্বিয়া এবং কসোভোর মধ্যে তিক্ততা আরও বাড়বে।

Novak Djokovic

নজরে: দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জোকোভিচ। বুধবার।  ছবি: রয়টার্স।

শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ০৭:২৩
Share: Save:

কসোভো নিয়ে তাঁর খোলামেলা মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। বুধবার ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আমেলি উদিয়া কাস্তেরা সার্বিয়ার মহাতারকাকে নির্দেশ করেছেন, রাজনৈতিক মন্তব্য করা থেকে তিনি বিরত থাকলে সকলের উপকার হয়। তিনি ভবিষ্যতে যেন এমন বক্তব্য আর না রাখেন।

মঙ্গলবার কসোভোয় চলতে থাকা যুদ্ধ নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন জোকোভিচ। তিনি বলেছিলেন, ‘‘কসোভা হৃদয় সার্বিয়ার। বন্ধ হোক হিংস্রতা।’’ তিনি আরও বলেছিলেন, ‘‘আমার বাবার জন্ম কসোভোয়। তেমন এক মানুষের সন্তান হিসেবে আমার দায়িত্ব হল এই সমর্থন করার বিষয়টা স্পষ্ট করা। কসোভোয় যা ঘটছে, তা কোনও ভাবেই মেনে নিতে পারছি না। কসোভো আমাদের হৃদয়। শক্তির কেন্দ্র।’’

বুধবার ফ্রান্সের এক রেডিয়ো চ্যানেলকে কাস্তেরা বলেছেন, ‘‘মানবাধিকার রক্ষা এবং মানবিক মূল্যবোধ রক্ষা করার জন্য বিশ্বের সমস্ত মানুষকে একজোট করতে ক্রীড়াব্যক্তিত্বরা মতামত দিতেই পারেন। এখানে কোনও প্রতিবন্ধকতা নেই। কিন্তু জোকোভিচ যে বক্তব্য রেখেছেন, সেটাকে পুরোদস্তুর রাজনৈতিক মতামত বলেই মনে হয়েছে সকলের। এর প্রতিক্রিয়া নেতিবাচকও হতে পারে, তাই ওঁকে অনুরোধ করা হচ্ছে, এমন ধরনের বক্তব্য যেন ভবিষ্যতে না রাখেন।’’

নোভাকের মন্তব্য নিয়ে বুধবার বিবৃতি দিয়েছে কসোভো টেনিস সংস্থাও। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বক্তব্যে সার্বিয়া এবং কসোভোর মধ্যে তিক্ততা আরও বাড়বে। জোকোভিচের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।’’ আন্তর্জাতিক টেনিস সংস্থার প্রধান ডেভিড হ্যাগার্টি বলেছেন, ‘‘কসোভো টেনিস সংস্থা আমাদের একটি চিঠি দিয়েছে। আমরা তার জবাবও দিয়েছি। তবে যে হেতু জোকোভিচ এখন ফরাসি ওপেনে খেলছেন, তাই এই বিষয়ে সিন্ধান্ত নিতে অনুরোধ করা হয়েছে ফরাসি টেনিস সংস্থাকে।’’

জোকোভিচকে নিয়ে বিতর্কের মধ্যেই বুভদার ফরাসি ওপেন মহিলা সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন আরিয়ানা সাবালেঙ্কা। তিনি ৭-৫, ৬-২ ফলে হারিয়েছেন বেলারুসের ইরিনা শিমানোভিচকে। ম্যাচের পরে সাবালেঙ্কা বলেছেন, ‘‘প্রথম সেটে একটু চাপে ছিলাম। পরিবেশের সঙ্গে মানিয়ে সমস্যা হয়েছে। কিন্তু দ্বিতীয় সেটে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিলাম।’’

ছেলেদের সিঙ্গলসে বুধবার সহজেই জিতেছেন গ্রিসের তারকা স্টেফানোস চিচিপাস। তিনি হারিয়েছেন স্পেনের রবের্তো কার্বায়েস বায়েনাকে। ফল চিচিপাসের পক্ষে ৬-৩, ৭-৬(৪), ৬-২।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE