Advertisement
২৩ এপ্রিল ২০২৪
french open

ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পাভলিউচেঙ্কোভা

সেমিফাইনালে রাশিয়ার পাভলিউচেঙ্কোভা জেতেন ৭-৫, ৬-৩ গেমে।

ফাইনালে ওঠার পর পাভলিউচেঙ্কোভা।

ফাইনালে ওঠার পর পাভলিউচেঙ্কোভা। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২১ ২১:০৪
Share: Save:

ফরাসি ওপেনের ফাইনালে উঠে গেলেন আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। মহিলাদের সিঙ্গলসে তিনি হারালেন তামারা জিদানেককে।

সেমিফাইনালে রাশিয়ার পাভলিউচেঙ্কোভা জেতেন ৭-৫, ৬-৩ গেমে। তিনি ছিলেন ৩১ নম্বর বাছাই। উল্টোদিকে স্লোভেনিয়ার জিদানেক ছিলেন অবাছাই। সরাসরি সেটে হেরে গেলেও জিদানেক যথেষ্ট ভাল খেলেন। পাভলিউচেঙ্কোভার জিততে দেড় ঘণ্টারও বেশি সময় লাগে।

ম্যাচে প্রথম সার্ভিস ব্রেক করেন জিদানেকই। কিন্তু চতুর্থ গেমে পাভলিউচেঙ্কোভা সার্ভিস ব্রেক করে ২-২ করেন। এরপর অষ্টম ও নবম গেমে পরপর দু’জনের সার্ভিস ব্রেক হয়। এরপরেও হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রথম সেটে। দ্বাদশ গেমে সার্ভিস ব্রেক করে সেট জিতে নেন পাভলিউচেঙ্কোভা।

দ্বিতীয় সেটেও শুরু থেকে লড়াই জমে ওঠে। পাভলিউচেঙ্কোভা দ্বিতীয় গেমে সার্ভিস ব্রেক করে ২-০ এগিয়ে যান। পরের গেমেই ম্যাচে ফিরে আসেন জিদানেক। কিন্তু চতুর্থ গেমে আবার তাঁর সার্ভিস ব্রেক হয়ে যায়। সপ্তম গেমে ফের তিনি ম্যাচে ফেরেন। কিন্তু পরের গেমেই আবার সার্ভিস ব্রেক করে পাভলিউচেঙ্কোভা ৫-৩ এগিয়ে যান। সেখান থেকে ম্যাচ জিততে তাঁর আর সমস্যা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

french open Roland-Garros
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE