Advertisement
১১ মে ২০২৪
French Open

ছুটছে রাফার জয়রথ, ‘প্রতিশোধ’ হালেপের

নাদাল চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান কোরদা-র।

ছন্দে: স্ট্রেট সেটে তৃতীয় রাউন্ডে জেতার পথে নাদাল। শুক্রবার। ছবি: রয়টার্স।

ছন্দে: স্ট্রেট সেটে তৃতীয় রাউন্ডে জেতার পথে নাদাল। শুক্রবার। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০৫:৫৯
Share: Save:

ফরাসি ওপেনে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন রাফায়েল নাদাল। ১২ বারের চ্যাম্পিয়ন শুক্রবার ইটালির স্তেফানো ত্রাভাগলিয়াকে স্ট্রেট সেটে হারান। ফল ৬-১, ৬-৪, ৬-০। রজার ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির স্পর্শ করার দৌড়ে থাকা নাদাল চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান কোরদা-র। ফিলিপ শাতিয়ে কোর্টে ২৮টি উইনার মেরে জেতার পরে নাদাল বলেছেন, ‘‘স্কোরলাইনটাই বলে দিচ্ছে আমি কী রকম খেলেছি। নেটে উঠেছি বারবার। আরও আগ্রাসী থাকার চেষ্টা করেছি। রোলঁ গ্যারোজে এ বছর আমার এটাই সেরা ম্যাচ।’’

মেয়েদের সিঙ্গলসে শীর্ষবাছাই সিমোনা হালেপের এক ঘণ্টাও লাগল না চতুর্থ রাউন্ডে উঠতে। ২৫ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে তিনি ৫৪ মিনিটে উড়িয়ে দেন ৬-০, ৬-১। হালেপের জয়কে বলা হচ্ছে ‘নির্মম প্রতিশোধ’। কারণ গত বছর আমান্ডাই ফরাসি ওপেনে তাঁকে স্ট্রেট সেটে ছিটকে দিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। ‘‘গত বছর অনেক শিক্ষা পেয়েছি। তাই নিজেকে দেখাতে চেয়েছিলাম ওর বিরুদ্ধে জিততে পারি,’’ বলেছেন হালেপ। ২৩ মিনিটে প্রথম সেট দখল করেন হালেপ। প্রত্যেকটি সার্ভিস রিটার্ন শটে সফল। ‘‘বলটা খুব ভারি, তবু আমি খুব আগ্রাসী খেলেছি। মনে হয় গত বার রিটার্ন শট নেওয়ার সময় কোর্টে অনেকটা পিছিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু আজ সেটা হয়নি। পরিকল্পনাটা কাজে লেগে গিয়েছে,’’ বলেছেন হালেপ।

স্ট্রেট সেটে জিতে চতুর্থ রাউন্ডে উঠলেন ডমিনিক থিমও। তৃতীয় বাছাই থিম শুক্রবার ২৮ নম্বর বাছাই নরওয়ের ক্যাসপার রুডকে তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে হারান। ফল ৬-৪, ৬-৩, ৬-১। চতুর্থ রাউন্ডে থিমের সামনে স্থানীয় তারকা উগো গাস্তঁ। বিশ্বের ২৩৯ নম্বর পাঁচ সেটের লড়াইয়ে হারান প্রাক্তন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন স্ট্যান ওয়ারিঙ্কাকে।

শুক্রবারের অন্য ফল: মেয়েদের সিঙ্গলসে ১) এলিনা সোয়াইতোলিনা ৬-৪, ৭-৫ ফলে জেতেন একাতেরিনা আলেকজ়ান্দ্রোভার বিরুদ্ধে। ২) ইগা সোয়াতেক ৬-৩, ৬-২ ছিটকে দিলেন ইউজেনি বুশার্ডকে। পুরুষদের সিঙ্গলসে ১) সেবাস্তিয়ান কোরদা ৬-৪, ৬-৩, ৬-১ জিতেছেন পেদ্রো মার্টিনেজের বিরুদ্ধে। ২) লরেঞ্জো সনেজো ৭-৬ (৭-৫), ৬-৩, ৭-৬ (১৯-১৭) হারান টেলর ফ্রিৎজকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

French Open Rafael Nadal Simona Halep Tennis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE