Advertisement
০৫ মে ২০২৪

ক্যামেরুন থেকে ব্রাজিল, ফুটবল মাঠে আবার মৃত্যু

মাঠে ফুটবলারের মৃত্যু চলছেই। একদিন আগেই রোমানিয়ায় মাঠেই মৃত্যু হয়েছিল ক্যামেরুনের প্যাট্রিকের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। এবার মাঠেই ওয়ার্ম আপের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেনি ক্রিস্টেল জোমাং। ক্যামেরুন মহিলা দলের গোলকিপার ছিলেন তিনি।

ক্যামেরুনের প্রয়াত গোলকিপার জেনি।

ক্যামেরুনের প্রয়াত গোলকিপার জেনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ১৯:৩৯
Share: Save:

মাঠে ফুটবলারের মৃত্যু চলছেই। একদিন আগেই রোমানিয়ায় মাঠেই মৃত্যু হয়েছিল ক্যামেরুনের প্যাট্রিকের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। এবার মাঠেই ওয়ার্ম আপের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেনি ক্রিস্টেল জোমাং। ক্যামেরুন মহিলা দলের গোলকিপার ছিলেন তিনি। ২৬ বছরের জেনি ক্লাব ম্যাচের আগে ওয়ার্ম আপ করছিলেন। তখনই জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। দক্ষিণ ক্যামেরুনের ঘটনা। ফেডারেশনের তরফে বলা হয়েছে, সাময়িকভাবে মনে করা হচ্ছে হার্ট অ্যাটাক। ক্যামেরুন এলিট লিগের ম্যাচের আগে বুকে ব্যথার কথা বলেছিলেন তিনি।

একই দিনে ব্রাজিলের রিও ডে জেনেরোতেও ঘটে গিয়েছে মর্মান্তিক আরও এক ঘটনা। ২৬ বছরের বার্নার্ডো রিবেরো কিছুটা সময় ক্লাব দল থেকে কিছু সময়ের জন্য ছুটি নিয়েছিলেন। স্থানীয় এক প্রদর্শনী ম্যাচে খেলতে নেমেছিলেন সে সময়। কিন্তু মাঠেই অসুস্থ হওয়ায় তাঁকে তুলে নেওয়া হয়। মাঠে চিকিৎসার পর তাঁকে হাসপাতালে পাঠানো হয়। শনিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারণ অবশ্য এখনও জানা যায়নি।

আরও খবর

খেলতে খেলতে মাঠেই মারা গেলেন ক্যামেরুনের ফুটবলার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cameroon brazil footballer died at ground
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE