Advertisement
E-Paper

রোনাল্ডোর রাগের নতুন কারণ আবিষ্কৃত

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কেন রাগ হয়? এক, যদি এল ক্লাসিকোতে হারেন। দুই, যদি ব্যালন ডি’অর জিতে নেন মেসি। তিন, যদি কেউ তাঁকে পাস না বাড়ান। বুধবার রাতে রোনাল্ডো-রাগের চার নম্বর কারণটাও জানা গেল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০১৫ ০৪:০৪
নিজের গোল সতীর্থ কেড়ে নেওয়ার রাগ। ছবি: গেটি ইমেজেস।

নিজের গোল সতীর্থ কেড়ে নেওয়ার রাগ। ছবি: গেটি ইমেজেস।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কেন রাগ হয়?

এক, যদি এল ক্লাসিকোতে হারেন। দুই, যদি ব্যালন ডি’অর জিতে নেন মেসি। তিন, যদি কেউ তাঁকে পাস না বাড়ান।

বুধবার রাতে রোনাল্ডো-রাগের চার নম্বর কারণটাও জানা গেল।

সিআর সেভেনের গোল রিয়াল মাদ্রিদের অন্য সতীর্থ ছিনিয়ে নেওয়ায় ফুটবলবিশ্ব দেখল পর্তুগিজ মহাতারকার রণমূর্তি!

ঘটনাটা কী? লা লিগায় আলমেরিয়া ম্যাচের তখন ৮৩ মিনিট। রিয়াল এগিয়ে ২-০। তিন নম্বর গোলের পাসটা দিলেন হার্নান্দেজ। গোল করার জন্য রোনাল্ডো বক্সের ভেতর পজিশন নিয়ে ফেললেও শেষ মুহূর্তে রিয়ালের রাইট ব্যাক আর্বেলোয়া পা লাগিয়ে বল জালে পাঠিয়ে দেন। পরক্ষণেই মাঠে প্রকাশ্যেই তীব্র চটে উঠতে দেখা যায় রোনাল্ডোকে। আর্বেলোয়ার সঙ্গে গোলের উৎসবপালন করা তো দূর অস্ত। গরগর করতে করতে সেই বলটাই ফের গোলের মধ্যে মারেন রোনাল্ডো। মাথা নীচু। চোখেমুখে তীব্র বিরক্তি। যেন আত্মঘাতী গোল করে বসেছেন ভুল করে।

স্প্যানিশ প্রচারমাধ্যমের মতে রোনাল্ডোর এই রাগের পিছনেও হয়তো আসলে লিও মেসি। মঙ্গলবার রাতে দু’গোল করে এখন লা লিগায় সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে দু’নম্বরে মেসি। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর থেকে মাত্র এক গোলে পিছিয়ে। যাতে সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো প্রমাদ গুনতেই পারেন।

রিয়ালের যে জয় রোনাল্ডো-কাণ্ডের জেরে সমালোচনার মুখে পড়েছিল, সেটা খানিকটা হলেও প্রশংসিত হচ্ছে হামেস রদ্রিগেজের করা দুর্দান্ত গোলের দাপটে। লা লিগা খেতাবের দৌড়েও বার্সাকে এখনও চ্যালেঞ্জ জানানোর জায়গায় থেকে যেতে পারল রিয়াল।

রোনাল্ডোর এ হেন আচরণ অবশ্য নতুন কিছু নয়। এর আগেও রিয়ালের অন্যতম তারকা ফুটবলার গ্যারেথ বেলের উপর রাগ দেখিয়েছিলেন। তাতেও কটাক্ষের শিকার হয়েছিলেন রিয়াল মহাতারকা। পরিস্থিতির সুযোগ নিয়ে চিরশত্রু বার্সা-সমর্থকরা পোস্ট করেছিলেন, ‘‘কোনও দলগত খেলার প্লেয়ার এমনটা করে আগে দেখিনি। রোনাল্ডো বুঝিয়ে দিল ওকে কেন কেউ ভালবাসে না।’’ অনেক ফুটবল বিশেষজ্ঞেরও মত, রোনাল্ডোর উচিত নিজেকে আরও সংযত রাখা। গত রাতের ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রিয়াল কর্তারা। পরের সপ্তাহেই জুভেন্তাসের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল রয়েছে রিয়ালের। তার আগে রোনাল্ডো-বিতর্ককে খোঁচাতে চাইছেন না ক্লাব প্রধান ফিওরেন্তিনো পেরেজ। রিয়াল ম্যাচের আগে জুভেন্তাস ইতালির ঘরোয়া লিগে দুরন্ত ছন্দে। ফিওরেন্তিনার বিরুদ্ধে ৩-১ জিতেছে বুফোঁর দল। জো়ড়া গোল করে রিয়ালকে আগাম সতর্কবার্তা পাঠিয়ে রাখলেন কার্লোস তেভেজ। এক দিকে রোনাল্ডো যখন বিতর্কে জর্জরিত, লিও মেসি তখন পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে তৈরি হচ্ছেন। নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মেসি জানিয়ে দিলেন, তাঁর স্ত্রী আবার সন্তানসম্ভবা। মেসির পোস্ট—‘তোমার অপেক্ষায় থাকলাম। খুব ভালবাসি।’

ronaldo furious ronaldo gaol miss ronaldo vs messi messi new father ronaldo reacts
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy