Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ব্যক্তিগত পুরস্কারের থেকেও মূল্যবান ট্রফি: বেল

২০২২ পর্যন্ত তিনি গ্যালাকটিকোই থাকছেন। হিসেব মতো তাঁকে দ্বিগুণ টাকার নতুন চুক্তি দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদি রিয়ালের বর্তমান হন তা হলে তিনি, গ্যারেথ বেল ভবিষ্যৎ।

নতুন চুক্তি সই করার পর রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে গ্যারেথ বেল। ছবি: টুইটার

নতুন চুক্তি সই করার পর রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে গ্যারেথ বেল। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০৪:২৮
Share: Save:

২০২২ পর্যন্ত তিনি গ্যালাকটিকোই থাকছেন।

হিসেব মতো তাঁকে দ্বিগুণ টাকার নতুন চুক্তি দিয়েছে রিয়াল মাদ্রিদ।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদি রিয়ালের বর্তমান হন তা হলে তিনি, গ্যারেথ বেল ভবিষ্যৎ। রিয়াল মাদ্রিদে ছ’বছরের নতুন চুক্তি সই করে যিনি বলছেন, ‘‘প্রতি বছরই আরও বেশি নিজের ঘরের মতো লাগে এই ক্লাবে। এখানে আমি এসেছিলাম নতুন একটা ফুটবল ঘরানার অভিজ্ঞতা পেতে। ব্রিটিশ প্লেয়াররা বিদেশে খেললে সব সময় সফল হয় না। কিন্তু আমি চেষ্টা করতে চেয়েছিলাম।’’

রিয়াল মাদ্রিদে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন ওয়েলশ উইজার্ড। কিন্তু দ্বিতীয় মরসুমে তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়। তাঁর ক্লাবে থাকা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু জবাবে গত মরসুমে ফের নিজের চেনা ছন্দে ছিলেন। ৩১ ম্যাচে ১৯ গোল করেন। ক্লাবকে এগারো নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জিততেও সাহায্য করেন। বেল বলছেন, ‘‘দ্বিতীয় মরসুমে সেই কঠিন সময়টা আমাকে আরও উদ্দীপ্ত করেছিল ভাল করার। প্লেয়ার হিসেবে আরও উন্নতি করেছিলাম। সব সময় তোমার পক্ষে সব কিছু যাবে না। সেই সব পরিস্থিতি সামলাতে হবে।’’

ছ’বছরের চুক্তি সই করেছেন। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের হাত থেকে ‘২০২২’ লেখা রিয়াল জার্সি নিয়ে ছবিও পোস্ট করেন। যে বছর পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে। বেল বলছেন, ‘‘আমার কোনও সমস্যা নেই রিয়ালে থাকতে। চুক্তি শেষ করতে চাই এখানে। মিডিয়া মানে তো তোমাকে কখনও প্রশংসা করবে, কখনও আবার কটাক্ষ। কিন্তু সেই সবে মন দিলে চলবে না।’’

রোনাল্ডো, মেসি ছাড়াও তাঁকেও এ বার রাখা হচ্ছে ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে। বেল অবশ্য বলছেন, ব্যক্তিগত শিরোপার থেকেও দলকে ট্রফি জেতাতে পারলে বেশি সন্তুষ্ট হবেন। ‘‘ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতা বা লিগ ট্রফি তোলা। যদি আমি ভাল খেলি আর ট্রফি জিতি তা হলে এমনিতেই তার জন্য ব্যক্তিগত পুরস্কারও আসবে,’’ বলছেন বেল।

তিন বছর হয়ে গেল ক্লাবে। আরও ছ’বছর মাদ্রিদই তাঁর ঘর। কিন্তু এখনও পুরোপুরি স্প্যানিশ শিখে উঠতে পারেননি বেল। ‘‘আমার স্প্যানিশটার আরও উন্নতি দরকার। আমার পরিবারও মাদ্রিদে মানিয়ে নিয়েছে। গোটা চুক্তি শেষ করতে চাই। জানি না কবে অবসর নেব?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gareth Bale Real Madrid fresh contract
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE