বিভিন্ন উচ্চপদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। কোনও কোনও পদে চুক্তির ভিত্তিতে এবং একটি পদে সাধারণ নিয়োগ হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু শুক্রবার থেকেই।
ব্যাঙ্কে ভাইস প্রেসিডেন্ট (ইউএক্স), ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (ইউএক্স), অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ইউএক্স), সিনিয়র স্পেশ্যাল এগ্জ়িকিউটিভ (ইউআই অ্যান্ড ইউএক্স) এবং ডেপুটি ম্যানেজার (ইউআই অ্যান্ড ইউএক্স) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১২টি। এর মধ্যে ডেপুটি ম্যানেজারের পদটিই স্থায়ী, বাকিগুলি চুক্তিভিত্তিক। কর্মীরা সংশ্লিষ্ট পদগুলিতে পাঁচ বছরের চুক্তিতে কাজের সুযোগ পাবেন। নিযুক্তদের মুম্বই বা দেশের অন্য শহরে কাজের সুযোগ মিলবে।
আরও পড়ুন:
পদ অনুযায়ী, আবেদনকারীদের বয়ঃসীমা ২৫-৩৫ থেকে শুরু করে ৪০-৫০ বছর পর্যন্ত হতে পারে। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। ডেপুটি ম্যানেজার পদে বেতনক্রম হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা। বাকি পদগুলিতে বার্ষিক বেতনের পরিমাণ ৪০ লক্ষ টাকা থেকে সর্বাধিক ৮০ লক্ষ টাকা পর্যন্ত।
বিভিন্ন পদে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রার্থীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য ৭৫০ টাকা। তবে এ ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। আগামী ৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।